আমাদের কথা খুঁজে নিন

   

তোমার কথা ভাবতে ভাবতে। যত তুমি আঘাত করো।

প্রদীপ হালদার,জাতিস্মর। তোমার কথা ভাবতে ভাবতে-প্রদীপ হালদার তোমার কথা ভাবতে ভাবতে, কখন যেন মনে হলো,আমি ছাড়া আর কেউ, আছে কি তোমার তোমার বুঝি অনেক আছে, নেই বুঝি কেউ আমার,এই আমাকে নিয়ে নতুন করে ভাবার। বৃথা ভেবে সময় গিয়েছে চলে, তুমি সেই তুমি আছো, বয়ে চলে ভাবনা আমার কি করতে কি করেছি ,মনে বোধ হয় আঘাত করেছি, এ আঘাত ছিল না আমার। আমি সেই থাকবো আমি,ভাবনার জগতে ডুবে যাবো,সময় কখন চলে যাবে,কেউ তা জানে না কি হারিয়ে কি যে পাবো,সময় গেলে নাহি পাবো,অকারণে ভাবতে গেলে,সময় থামে না। যত তুমি আঘাত করো-প্রদীপ হালদার যত তুমি আঘাত করো ঘৃণা করো দূরে রাখো যত খুশি সাজতে পারো চোখে কাজল আঁকতে পারো। দু নয়নে বর্ষা নিয়ে আমার হৃদয় ভাঙতে পারো আঘাত করে তুমি আবার নতুন করে গড়তে পারো। মুখে তোমার কত কথা মুখটি খুলে রাখো পারলে তুমি যত্ন করে আমায় ধরে রাখো। পারবে কি আর তুমি বলো আমার মতোন হতে নাকি আঘাত করে আমায় বলো তোমার মতোন হতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.