আমাদের কথা খুঁজে নিন

   

এনালগ ভাষার ডিজিটাল চিঠি

স্বপ্ন দেখতে ভালোবাসি । তবে স্বপ্ন দেখা নিয়ে কিছুদিন যাবত একটা সমস্যা হয়ে গেছে । নতুন দেখা স্বপ্নগুলো কেন যেন পূরণ হচ্ছে না খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে এই আশাতেই আছি । অনেক অনেক দিন পর চিঠি লিখলাম । ২১ বছরের জীবনে লেখা তৃতীয় এবং প্রথম এনালগ ভাষায় লেখা ডিজিটাল চিঠি ।

দিন বদলাইছে না :p ? ***** নমস্য আপা , সালাম লইবেন । বহুদিন যাবত আপনার কোন সন্ধান না পাইয়া দুঃশ্চিন্তাগ্রস্ত রহিয়াছি । নিখোঁজ থাকার কারণ বোধকরি চাকুরি সত্‍ক্রান্ত ব্যস্ততা বা অন্যকোন হেতু । যাহাই হউক ,আপনি সার্বিকভাবে কেমতাবস্থায় রহিয়াছেন ? পরসমাচার এই যে , " হাজার চুরাশির মা " নামক যে দুষ্প্রাপ্য পুস্তকখানির সন্ধানে আপনি পরিব্যপ্ত রহিয়াছিলেন কাকতালীয় ভাবে আমি উহার সন্ধান লাভ করিয়াছি । আপনি কি উহা ইতোমধ্যেই অন্য কোন উত্‍স হইতে সংগ্রহ করিয়া নিজের কব্জায় হস্তগত করিয়া লইয়াছেন নাকি আজ অবধি ইহার টিঁকির নাগাল পান নাই ? :p সেদিন বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হইবার বেশ পূর্বেই পৌছাইয়া গিয়া ইতস্তত ঘুরিতেছিলাম ।

আশেপাশে যুগলদের দঙ্গলপ্রায় ঈর্ষণীয় উজ্জ্বল উপস্থিতিতে বোধকরি ঈর্ষান্বিত হইয়াই টিএসসি-স্থ সুবিশাল জল-খাবার কেন্দ্রে প্রবেশ করিয়া ৮ খানি সিঙ্গারা ও ২ খানি সমুচা নামক আটা , আলু , পেয়াঁজের পিন্ড তড়িতগতিতে গলধঃকরণ করিয়া নিজেকে শান্ত করিলাম । অতঃপর ফিরিবার পালা । পথিমধ্যে ফটকের পার্শ্বস্থ পুস্তক বিপণী কেন্দ্র দৃষ্টিগোচর হইলো । প্রবেশ করিলাম এবং পুস্তকখানির সন্ধান আকস্মিকভাবেই লাভ করিলাম । জগত বড়ই রহস্যময় এবং সে তাহার রহস্যের বেঁড়াজালে মানবগোত্রকে প্রতিনিয়ত বিস্মিত করিতে ভালবাসে ।

কিন্তু বাস্তব বড়ই বেরসিক এবং নিষ্ঠুর । ক্রয় করিবার নিমিত্তে টাকার থলে উন্মোচন করিয়া বড়ই মর্মাহত হইতে হইলো । ভুলবশত যথেষ্ট পরিমান অর্থ সঙ্গে লইয়া আসি নাই . অফেরতযোগ্য ধার করিবার বাসনায় পার্শ্বচর মুন্নার দ্বারস্থ হইবার ফন্দি আটিঁতে শুরু করিলাম । কিন্তু এখানেও বিধি বাম । বোধকরি সে আমার মুখমন্ডলে ফুটিঁয়া ওঠা দুষ্ট হাসি দেখিয়া আসন্ন বিপদ আঁচ করিয়া লইলো এবং তত্‍ক্ষনাত্‍ অনেকটা ভেঙ্গচির ন্যায় স্বীয় মুখ বাঁকাইয়া যাহা বলিল তাহার মর্মাথ দাড়ায় অনেকটা এই রুপ " মাফ করেন ।

আপনের থেইকা আমি বড় ফকির ! " যে ব্যক্তির দৈন্যদশা আমা অপেক্ষা অধিকতর প্রকট তাহার নিকট ধার চাওয়া তাহার প্রতি পরিহাসের সামিল । নিঃসন্দেহে আমি অতটা পাষন্ড নই , কস্মিনকালে ছিলাম বলিয়াও স্মরণ হয় না । মানবিক কারণ বিবেচনা করিয়া নীরব থাকিলাম । প্রকৃতপক্ষে থাকিতেই হইলো । তবে আপনি চিন্তাযুক্ত হইবেন না ।

আমি সুনিপুণ দক্ষতার সহিত উক্ত পুস্তকখানি অযত্নে পড়িয়া থাকা আরো হাজারো অবিন্যস্ত পুস্তকরাজির মাঝে এমন ভাবে লুকাইয়া রাখিয়া আসিয়াছি যে অন্যদের কথা থাকুক , পরবর্তীতে খোঁজ করিয়া আমি নিজেই উহার সন্ধান করিতে পারিব কিনা তাহাতে যথেষ্ট সন্দেহের অবকাশ রহিয়াছে । পত্র শেষ এখানেই করিতে হয় । দৈত্যাকার দ্বিতল যানের ভীতিউদ্রেককারী দুলুনীতে গদিচ্যুত না হইয়া বসিয়া থাকাই কষ্টকর , লিখিব আর কি ? আর যাহা বলিবার উহা তো বলাহইয়াছেই । কুশলে থাকিবেন । - আপনার প্রীতিমুগ্ধ খালিদ পুনশ্চঃ বহুদিন যাবত বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় আপনার আগমন নাই ।

চারুকলাস্থ ভাঁজা পোড়ার বিপনী এবং আশেপাশের চা বিক্রেতাদের বিকিকিনি আমাদের অভাবে কমিয়া যাইতেছে । উহাদের মৌন হাহাকার কর্ণ না পাতিলেও আজকাল শ্রুত হইতেছে । অতএব , পর্যাপ্ত সময় লইয়া শীঘ্রই চলিয়া আসুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.