আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির ছায়া

স্মৃতিতে হারিয়ে যাওয়া সময়ের গায়ে একটি আঁচর নিয়ে গেলো সুখের স্পন্দন, মধুর ক্ষণ, জীবন কতদূর। হারানো বেদনায় মনো-কষ্টের আড়ালে এক চিলতে সুখের দোল স্মৃতির অরণ্যে ফুটে উঠলো হলুদ-শুভ্রতা নিয়ে ডেফডিল ফুল। বকুল তলায় বসে থাকা প্রতীক্ষিত একটি মায়াবী বাঁধন আজও মমতার ডুরে বেঁধে রাখতে চায় তব সঙ্গনিবন্ধন। সাঁঝের শান্ত আভায় খোঁজা হয় তব সন্তর্পণে আসার ছায়া বকুলের সৌরভে ঘুরে ফিরে আসে তব মোহিনী সাহচর্যের মায়া। জোনাক জ্বলা মিটি মিটি আলোয় কল্পনার হাতে হাত রাখি ডানা ঝাপ্টে উড়ে চলি আজও হয়ে সঙ্গীহারা এক পাখি। জানি, স্মৃতি দেয় না কোন সান্ত্বনা, না দেয় কোন সুখ, তবু স্মৃতির বেদনারা শিশির হয়ে কভু ভরে দেয় দু’চোখ। ——————————–  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।