আমাদের কথা খুঁজে নিন

   

ফিফার ‘‘ অনলাইন নীতিমালার বিরোধীতা’ আমার কিছু মতামত

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা সামুর স্টিকি করা পোষ্ট ফিফা যা লিখেছেন তা ধ্রুব সত্য। অনলাইন নীতিমালা নিয়ে তিনি তার বিরোধীতা করেছেন। তিনি সেখানে দেখাতে চেয়েছেন যে অনলাইন নীতিমালা কেবল কিছু সুবিধাভোগী লোকদের জন্য। আমি ‘‘ফিফার’’ ‍যুক্তির বিরোধীতা করবো না। তবে এইটুকু বলবো দেশে এই মুহুতে অনলাইন নীতিমালা করা প্রয়োজন।

নীতিমালার অভাবে ডিজিটাল এই তথ্য ব্যবস্থা অনেকটা ব্যক্তি স্বাধীনতাতে পরিনত হয়েছে। যদি ব্লগ এই অংশের মধ্যে পরছে না। যে উদ্দ্যেশ্যে আমি ফিফার নীতিমালার কিছুটা বিরোধীতা করছি তা হলো........ *অনলাইন নীতিমালা হবে অবশ্যই হওয়া উচিত। তবে তা গঠনতান্ত্রিক উপায়ে কখনো কাউকে চাপিয়ে নয়। আমার মনে সরকার যে নীতিমালাটি করতে চাচ্ছে আর তা হলো ‘‘ দেশে প্রায় ৩০০ শতাধিক অনলাইন পত্রিকা বের হয়েছে ওইসব পত্রিকা কেবল কপি পেস্টের উপর নির্ভরশীল।

আর নাম জানা অজানা পত্রিকার নামে চলছে অপসাংবাদিকতা। আর অপসাংবাদিকতা রুখতে এটা অনলাইন নীতিমালার কোন বিকল্প নেই। ** ওইসব অখ্যাত অনলাইন পত্রিকায় তথ্য ব্যবস্থার কোন জবাবদিহিতা নেই। তথ্যের প্রতি পাঠক যে বিশ্বাসী হবেন তা মোটেই ধ্রবতা নয়। *** প্রিন্ট মিডিয়া যে নীতমালা আলোকে পরিচালিত হবেন অবশ্য সেই নীতিমালা আলোকে ইন্টারনেট (অনলাইন) মিডিয়া চলতে পারে না।

এজন্য খসড়া অনলাইন নীতিমালার সংশোধনী করা উচিত। ***দেশের বাহিরে থেকে ডোমেন হোস্টিং করে পত্রিকা চালালে সরকার কিছুই করতে পারবে না। এমন কথা সত্য কতটা আমি জানি না্। তবে সৎ মানসিকতা সম্পূর্ণ পত্রিকার মালিকগণ বিষয়টিতে নজর রাখতে পারেন বলে মনে হচ্ছে। তবে হ্যা বাংলাদেশের মিডিয়া জগতের মালিকগণ কালো বিষধর সাপ।

এরা সরকারের উপরে থেকে ল্যাদায়ে মিডিয়ায় আসে আর বড় বড় কথা বলে পত্রিকা চালায়। অনলাইন মিডিয়ায় কেউ আসতে চাইলে তার টাকার উৎস সম্পর্কে জানা অতীব জরুরি। **** বাংলা নিউজ সম্বোন্ধে ফিফা যা বলেছেন তা অস্বীকার করার ক্ষমতা নেই। ‘‘ প্রাণ সস’’ নিয়ে অপকারিতা সম্পর্কে নিউজ করে তারাই আবার প্রাণের চাটনির বিজ্ঞাপন দেয়। এখানে স্পষ্ট যে হীন উদ্দশ্যটা কত.. েএজন্য নিউজের সত্যতা থাকা প্রয়োজন।

প্রয়োজনী ওই প্রতিষ্ঠানের (অনলাইন মিডিয়া) বিরুদ্ধে মানহানিকর মামলা করার ব্যবস্থা থাকতে হবে। জানি না এই ধরনের কোন সুযোগ অদ্যবধি আছে কি না। **** ব্লগ হচ্ছে মুক্তি বুদ্ধি চর্চা কেন্দ্র। এখানে অনেক খোলামেলা আলোচনা করা হয়। আমার প্রশ্ন হচ্ছে ব্লগগুলো একটা নিদিষ্ট নিজস্ব আইন কিংবা সম্পাদকীয় নীতির আলোকে চলে সেই ক্ষেত্রে দেখা যায় সেই নীতি অনুসরণ করা হয় না।

খোদ সামুর ক্ষেত্রে িএই কথাটি সত্য। আমরা চাই সুস্থ্য ধারার ব্লগিং। কোন চটিতা নয়। এছাড়াও কোন তথ্য প্রকাশযোগ্য আর কোনটা নয় এই বিষয়ে সত্যিই একটা নিয়মতান্ত্রিক নীতিমালা প্রয়োজন তবে কাউকে কাদিয়ে নয়। সামু ব্লগ আছে থাকবে এটা সরকারের কাছে প্রত্যাশা করি।

কখনো হাস্যকর পরিবেশ সৃষ্টি না হয়। আমাদের রাস্তা যেতে যেন না হয়। আমি এই ব্লগিংটা করেছি আমার নিজম্ব মতে। সেই ক্ষেত্রে আমারত ত্রুটি থাকাটা অবাঞ্ছিনীয় কিছু নয়। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.