জন্ম থেকেই জ্বলছি জানিনা বসন্ত কবে এসেছে অথবা দিনের উষ্ণতা বেড়ে হয়েছে তিরিশ, দেখিনা দুচোখে আর নক্ষত্র এখন, দ্রাঘিমা ও অক্ষাংশের কোন উন্নয়ন হতেছে বা হয়ে গেছে।অদ্ভুত রৌদ্রের অগোছালো ভ্যাঁপসা দুপুরে পাইনি মেঘের স্বাভাবিক আস্তরণ,ভেবেছি, ভেবে পাইনি কোন সম্ভাব্য কারণ। তেজপাতা দারুচিনি পরিচিত স্বাদ হঠাৎ কেমন অচেনা ঠেকে, মিছরি দেখে ফিটকিরি মনে হয়, আগে উল্টো মনে হত,কেন যেন মনে হচ্ছে হঠাৎ দারুনভাবে এফিডেফিড হয়ে গেছি। কার্জন হল থেকে টি এস সি আর টি এস সি থেকে চারুকলা প্রিয়পথ, আজ ভীষণ বিরক্ত লাগে এক মিনিটও অযথা দাঁড়িয়ে থাকতে।বন্ধু-শত্রু-হীন নিঃসঙ্গতা শীতল হৃদয় দিয়ে করেছি অনুভব। দুচোখে কেবলি ঘুম, ঘুম-স্বপ্নহীন, ময়লা চাদর আর অদ্ভুত বিছানা, পুরনো বালিশ অথবা নিবিড়ভাবে চেয়ে থাকা অর্থহীন নিরুদ্দেশে। এইতো ভালোই আছি, একা থাকা নির্ভাবনা একদম অসহ্য নয় এখন। জেনেছো কি এটাই দ্বিতীয় জীবন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।