জন্ম থেকেই জ্বলছি মনে পড়ে সেদিন এসেছিলে ভাদ্র মাসের পড়ন্ত বিকেলে লাজুক মুখে তাকালে এই দিকে দেখে নিলাম বিষম দু'চোখ মেলে তোমার চোখে লজ্জা দিলো দেখা কেউ ছিলোনা একলা আমি একা যা ছিলো অই চোখে দেখার ভাষা যায়যে ভাবা, যায়না কিছু লেখা বই থেকে মন অন্যপাশে রেখে নতুন কিছু তত্ত্ব নিলাম শিখে তোমার কাছে, চৌদ্দ হবে বয়েস খয়রি জামা, রঙটা ঈষৎ ফিকে পুকুরঘাটে একলা গায়ের মেয়ে এমনধারা থাকবোনা আর চেয়ে ছোট্ট মতন কলসি ছিল কাঁখে মানাচ্ছিল হালকা গড়ন গায়ে সে কোন ভাদ্রে পড়ন্ত বিকেলে অবাক মেয়ে তোমায় দেখেছিলাম যাবার বেলা মুচকি হেসেছিলে নাম জানিনা, ভালোবেসেছিলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।