জন্ম থেকেই জ্বলছি তোমার দিকে তাকিয়ে আছি, বিশেষ কোনও অর্থ নেই বাঁচবো বলে বেঁচে আছি, অন্য কোন শর্ত নেই লিখবো বলে লিখতে বসা খাচ্ছি গাঁজর, খাচ্ছি শসা জীবন্ত নই জীবন্মৃত, রক্ত আছে হৃদয় নেই শুকিয়ে গেছে দেহের ক্ষত, ক্ষতের কোনও চিহ্ন নেই মনের ক্ষতি পুষিয়ে নিলাম, আমার কোনও কষ্ট নেই কেমন আছি, কেমন ছিলাম কি খোয়ালাম, কি আর পেলাম গুনে গুনে করবো হিসেব, আমার ওসব ধৈর্য নেই অর্থহীন এক অস্থিরতা বয়ে বেড়াই মুক্তি নেই তোমার কথা ভাবব আবার, তেমন কোনও যুক্তি নেই হয়ে গেছি স্মৃতি ভ্রষ্ট সব অস্পষ্ট সব অস্পষ্ট চোখ শুধু আজ তাকিয়ে থাকে, দেখার মত দৃষ্টি নেই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।