আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ভবন ধস: অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে

রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে’ ৩৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের চেক নেন তিনি।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিলে দশ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৭২১ টাকা জমা পড়েছে।এর মধ্যে সেনাকল্যাণ তহবিলের পক্ষে সেনাবাহিনী প্রধান চার কোটি টাকা, নৌবাহিনীর সেন্ট্রাল ওয়েলফেয়ার ফান্ডের পক্ষে নৌবাহিনী প্রধান ৫০ লাখ টাকা, সেন্ট্রাল নন পাবলিক ফান্ডের পক্ষে বিমান বাহিনী প্রধান ৩৫ লাখ টাকা, বাংলাদেশ বর্ডার গার্ড এক কোটি তিন লাখ ৭৬ হাজার ৩৫৫ টাকা, আনসারের মহাপরিচালক ৪০ লাখ টাকা এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান দুই কোটি ৫৬ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ধসে মৃতের সংখ্যা ছয়শত ছাড়িয়ে গেছে, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।
রানা প্লাজার পাঁচটি তৈরি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন। আগের দিন ভবনটিতে ফাটল দেখা দিলেও পরদিন ভয়-ভীতি দেখিয়ে সেখানে কাজ করতে বাধ্য করা হয় বলে বেঁচে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন। ধসের ঘটনার পর ‘রানা প্লাজার’ মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা পাঁচ পোশাক কারখানার চার মালিকসহ সাভার পৌরসভার দুই প্রকৌশলী ও ভবন নির্মাণের দায়িত্বে থাকা প্রকৌশলীকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।