মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করা যাবে ১৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত ১২টা ১ মিনিট থেকে। আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট। এ ব্যাপারে সোমাবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বলেন, “ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে টেলিটক মোবাইলের মাধ্যমে ৬০০ টাকা নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে।” ভর্তি আবেদনপত্র পূরণসহ অন্য সব বিষয় গতবারের মতোই রয়েছে বলে জানান তিনি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১১ সেপ্টেম্বর এ ব্যপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ১০ সেপ্টেম্বর দুপুরে অবিলম্বে আগের নিয়মে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন হাইকোর্ট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।