আসুন আমরা সবাই মিলে একটা উপন্যাস লেখার চেষ্টা করি। ব্লগে রাইসু যখন সাহস করছে। মনে হয় উপন্যাস চলতে পারে। না তার অনুসরণ নয়। আমি প্রথম পর্বটা লিখছি।
আপনারা যারা আগ্রহবোধ করেন। তার ধারাবাহিকতা বজায় রেখে লেখার চেষ্টা করতে পারেন। লোকমত াচাই করে পরে এটা প্রকাশের ব্যবস্থাও করার চেষ্টা করা যেতে পারে। চলেন তাহলে শুরু করা যাক।
1ম কিস্তি
মামুন যাদের সাথে ছিল তাদের সবাই যখন ফেব্রুয়ারী মাসের বিশ তারিখ বাসাটা ছেড়ে দিল তখন মামুনেরও নিরুপায় হয়ে বাসাটা ছেড়ে দিতে হয়।
অন্যান্যরা যারা বাসা হারা তারা সবাই যার যার মত ব্যবস্থা করে নিয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর ও মামুন কোনো বাসার সংস্থান করতে পারলোনা। বাসা থেকে বেরিয়ে এসে তার বইপত্রকাপড়চোপড়ের বস্তাটা তার এক পরিচিতের বাসায় খাটের তলায় ঢুকিয়ে রেখে, কাধে একটা ব্যগের ভেতর ব্রাশপেষ্টতোয়ালে সব নিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। বাসা খোঁজার মত জঘণ্য কিছু নাই মামুন সিদ্ধান্ত করে। সে তার কলিগদের কে বলে যে বাসা দরকার।
কলিগরা বলে খুইজা দেখুমনে। কিন্তু তারা বুঝতে পারেনা। মামুন কোন অবস্থায় বাসা খোজাখুজি করছে। একটা জিগিরের মত মামুনের অভ্যন্তরে ঢেউ তোলে আবাসন শূণ্যতা। অফিসেই ফোন করে রিতা।
রিতার সাথে মামুনের তিন বছরের প্রেম। জাহাঙ্গীর নগরে পড়ার সময় থেকে এ সম্পর্ক গড়ে উঠে। আজ রিতার ফোনে কোনো আনন্দই পেলনা মামুন। ( এরপর চালাতে পারেন কেউ একজন সাহস করুন)। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।