আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দেশটির রাজধানী কাবুলে একটি বিদেশী যাত্রীবাহি মিনিবাসে বোমা হামলা চালালে এই ঘটনা ঘটে। দেশটির বিমানবন্দরে যাওয়ার প্রধান পথে বাসটিতে হামলা চালানো হয়।
আফগান জঙ্গি গোষ্ঠী হেজাব-ই-ইসলামী এক ভিডিও বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, মহানবী (সা.) কে নিয়ে ব্যাঙ্গ ছবি নির্মাণের প্রতিবাদেই এই হামলা করেছে তারা।
বার্তা সংস্থা বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, হামলার পর সেখানে ছয় জন মৃতের লাশ দেখা যায়। কিন্তু সরকারি ভাবে জানানো হয়, ১২ জন নিহত হয়েছে। মিনিবাসটিতে যাত্রী হিসেবে যারা ছিলো তারা বিমানবন্দরের আন্তর্জাতিক কর্মী বলে পরিচয় পাওয়া গেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, হামলাকারী অন্য একটি গাড়িতে করে এসে বাসটিতে হামলা চালায়।
হামলাকারীদের একজন বিবিসিকে জানায়, এই হামলাটি একজন মহিলা আত্মঘাতি হামলাকারীর মাধ্যমে আমরা করেছি।
হামলাকারী একজন যুবতী নারি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।