অতি সাধারণ মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা যেমন কোন সমাধান নয়। তেমনি youtube বন্ধ করাও কোন সমাধান হতে পারে না। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মানুষ বিশেষত তরুণ প্রজন্ম Internet এর উপর অনেক বেশি নির্ভরশীল। Youtube শুধু Innocence of Muslims দেখার webside না পৃথিবীর কোটি কোটি মানুষের দৈনন্দিন বহু গুরুত্বপূর্ণ কাজ এর সাথে জড়িত সেটা এ দে
শের সরকার বুঝুক বা না বুঝুক। তবে একথা মোটামুটি নিস্বন্দেহে বলা যায় অদূর ভবিষ্যতে এমন এক দিন আসবে যেদিন তথ্য প্রযুক্তির অবাধ প্রাপ্যতা তথা উন্মুক্ত Internet সেবা মানুষের মৌলিক অধিকারে অন্তর্ভূক্ত হবে।
তবে ধর্মের নামে যেমন অন্যকে হেয় প্রতিপন্ন করে চলচ্চিত্র তৈরি করে মানুষকে আঘাত করা গর্হীত কাজ তেমনি তা নিয়ে আদীম উন্মত্ততা ধ্বংসলীলা চালানোও কম গর্হীত কাজ নয়। উন্মত্ত জনতাকে ঠাণ্ডা করার জন্য তাদের চোখে কালো কাপড় বেধে দেওয়া কোন সমাধান নয় । সরকারের উচি* ধর্মীয় উষ্কানীদাতাদের নিয়ন্ত্রণ করা আর যুক্তরাষ্ট্রকে দোষিদের শাস্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা।
আমি দেখলাম অন্য কেউ দেখলে সে খারাপ হয়ে যাবে এই ধরণের সেকেলে মানসিকতা থেকে আমাদের সকলকে বের হতে হবে এটা সময়ের দাবী। জানি না এ ধরণের কু-বুদ্ধিগুলো সরকারকে কার দেয়।
Internet এ কোন প্রকার বিধিনিষেধ আরোপ উচিত নয় প্রত্যেকের ভালো মন্দ বিচার তার নিজের কাছে। সরকারের যেন অচিরেই শুভ বুদ্ধির উদয় হয় এ ভাবে মানুষের জন্য ক্ষতিকর চিন্তা থেকে দূরে থাকেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।