বেঁচে আছি টিকে আছি বলে বাহবা দেই নিজেক। কেন জানেন! আসুন জেনে নেই:
১। আপনি আমি মানে এই সব আম জনতাকে প্রচন্ড ভীড় উপেক্ষা করে রোজ যাতায়াত করতে হয়... আমি টিকে আছি প্রাত্যহিক অভাবের যাতায়তে।
২। আমি টেনশন-ফ্রি আছি আমার অনেক অনেক টাকা নেই বলে।
৩। আমি ভালো আছি আমার অল্প কিছু চাওয়া পাওয়ার মাঝে।
৪। আমি সুখে আছি আমার মা বাবাকে সন্মান করি বলে।
৫।
আমি কষ্টের আচঁ থেকে দূরে আছি, অসহায়ের কষ্টে ব্যথিত হই বলে...
এভাবেই আমি নিজেকে বাহবা দেই, এত দূর্দশার মাঝে থেকেও আমি ভালো আছি। আপনি? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।