নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায় ও সে মনের মাঝে গোপণ লাজে দিয়েছিল নাড়া, পারিনি পারিনি বুঝিতে হৃদয় হরিতে কখন দিয়েছিল সাড়া...? তারে ছাড়া মন এখন করে শুধু বিরুপ দহন হয়ে বড় নিরুপায় বসে বসে ভাবি নিরালায় মনের আকাশ এলোমেলো তারই মাঝে উদয় হলো প্রেম নক্ষত্র তারা...। পারিনি বুঝিতে সে হৃদয় হরিতে কখন দিয়েছিল সাড়া...। হবে কি আর দেখা তোমার আমার হৃদয় লেখা আমার গানে ব্যথার দানে তার হৃদয়ের উপখ্যানে একটু সুখের পারা.. পারিনি বুঝিতে সে হৃদয় হরিতে কখন দিয়েছিল সাড়া...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।