আমাদের কথা খুঁজে নিন

   

সামুর নারী ব্লগারদের ধীক্কার, পুরুষ ব্লগারদের অভিনন্দন

ছেলে হোক মেয়ে হোক সুস্থ ব্লগারই যথেষ্ট সামুর নারী ব্লগারদের ধীক্কার,পুরুষ ব্লগারদের অভিনন্দন। কালকে আমি আমরা বাংলাদেশি মেয়েরা কি গাধা নাকি?(লিংক কাজ না করলে ,পোস্ট আর্কাইভ থেকে পড়ে নিন প্লিজ) নামে এক পোষ্ট দিয়েছিলাম পোষ্টটাতে আমি বাংলাদেশী মেয়েদের দেশপ্রেম এবং দেশের প্রতি সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আমি পুরোপুরি গালি খাওয়ার জন্য বসেছিলাম। ভেবেছিলাম সামুর নারী ব্লগাররা এসে আমার সাথে ঝগড়া করবে। যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে তারা দেশকে ভালবাসে এবং তারা গাধী না।

ব্লগে অকারণে কয়েকবার গালি খেয়েছিলাম। খুব খারাপ লেগেছিল। কিন্তু বিশ্বাস করুন এবার যদি কেউ গালি দিত, আমাকে বোঝানোর চেষ্টা করত যে আমি কতটা গাধী বা কত ভুল, আমি যে কী খুশি হতাম। না তা হল না। বেশিরভাগ ছেলেরা মন্তব্য করল এবং সহমত পোষণ করল।

যেন বাংলাদেশী মেয়েরা দেশকে ভালবাসে না এটা নরমাল একটা ব্যাপার। আর মেয়েরা? মাত্র দুজন এসেছিলেন। একজন পোষ্টের বিষয়বস্তু নিয়ে কিছুই বলল না। আর আরেকজন স্বর্ণা আপু। উনার মন্তব্যটাই একমাত্র যেখানে একজন নারী ব্লগার হিন্দি সিরিয়াল নিয়ে খারাপ কিছু বলল।

আমি অবাক। বাংলাদেশী মেয়েরা হিন্দি সিরিয়াল ভালবাসে মানতে পারি, বাংলাদেশকে কম ভালোবাসে তাও মানতে পারি , কিন্তু ভদ্রতার খাতিরে হলেও তো বলতে পারত যে ওরা দেশকে ভালবাসে, ভদ্রতার খাতিরেই আমার সাথে ঝগড়া করত। কোন ছেলে ব্লগার এই পোষ্ট দিলে তো শেষ হয়ে যেত। পুরুষ ব্লগারদের অভিনন্দন। ব্লগে সব ছেলে না হলেও অনেক ছেলে আছে যারা দেশকে ভালবাসে এবং ভারতীয় আগ্রাসন নিয়ে সচেতন।

কিন্তু মেয়েদের মধ্যে স্বর্না আপু ছাড়া আর কাউকেই দেখলাম না। এটা কি করে সম্ভব? আরেকবার মায়ের(দেশের) জন্য লড়াই করতে হলে আমরা আরো রফিক, বরকত পাব, কিন্তু আরেকটা প্রীতিলতাকে হ্য়ত পাব না। এবারের পোষ্ট লেখার সময়ও আশা করছি কেউ এসে আমার ভুল ভান্গিয়ে দেবে। এসে সহমত পোষণ করে বা প্লাস দিয়ে চলে যাবে না আগের মতো। সবাই বিদেশী পণ্য বর্জন করুন।

সবাই অনেক অনেক ভাল থাকবেন এবং মাকে (দেশকে) ভাল রাখবেন মনে রাখবেন, মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালবাসায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.