আমাদের কথা খুঁজে নিন

   

শিশু হত্যা মামলায় চাচার ফাঁসি

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে কুলসুম এ রায় দেন।
রায়ে বেলকুচি উপজেলার তামাই গ্রামের মাকসুদুল হক মুসুল্লী (৬) হত্যা মামলায় আরো দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল আউয়াল মুসুল্লী (৪২) তামাই গ্রামের হাজী মজিদ মুসুল্লীর ছেলে এবং নিহতের চাচা।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হাবিবপুর গ্রামের খোশমান আলীর ছেলে কামাল হোসেন (২৫) ও তার ভগ্নিপতি টাঙ্গাইলের সালেংকা গ্রামের শাহের আলীর ছেলে সামেজ উদ্দিন (২৪)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০১০ সালের ৮ মে পারিবারিক শক্রতার জের ধরে অপহরণের পর মাকসুদুলকে টাঙ্গাইলে হত্যা করা হয়।
পরদিন ঘাটাইলের কালিয়া খোলাঘাট সেতুর নিচে শিশুটির লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বাবা সারোয়ার হোসেন মুসুল্লী বাদী হয়ে তিন জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আইনজীবী বলেন, চাচা আউয়ালকে ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানা এবং দুই সহযোগীকে যাবজ্জীবন ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া লাশ গুমের অভিযোগে দুই সহযোগীকে আরো তিন বছর কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.