আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: প্রত্যাবর্তনের অপেক্ষা

প্রবল ঘৃনাই মানুষকে ধ্বংস করে আবার প্রবল ঘৃনাই মানুষকে বাঁচায় কার হৃদয়ে বসে আজি দিচ্ছ পাড়ি মরু ঐ সেদিন না ছিলে তুমি আমা কল্পতরু তোমার মনে পড়ে? চোখের তারায় চোখ রেখে ঐ কথা বলার দিনগুলি আমি তাই ভেবে আজ শূন্য ঘরে শূন্য মনের হাহাকারে তোমার দেয়া চিঠি পড়ে কল্পলোকে কাব্যমালার সুর তুলি। কেমন আছে? তব খোপাবিহীন লাজুক চওড়া পিঠে ছড়িয়ে দেয়া চুলগুলি, যে চুল দেখে মোর মনের খাঁচায় লুকোচুরি খেলছিল গো বুলবুলি। শিশের মত ফিকে কালির কলম দিয়ে ভালোবাসার সংজ্ঞা লেখা চিঠি পেয়ে কত কথা হত মোদের আঁধার কোনে হারাতাম দুজন মোরা কোন ভুবনে। তোমার ভালোবাসার অতল জোয়ার জেনে গিয়ে আমার খুবই ভয় করে, বুকে জমা দ্বিধার সাগর পাড়ি দিয়ে আশার ভেলা ভেঙে ফেরার অভিনয়ে তুমিই ফের বললে শেষে, 'ক্ষমা কর' তুমি হলেও আমি তো নই ভবঘুরে। তোমার দেয়া দুঃখ সেদিন বুকে চেপে বিদায় নিলাম আর হবে না দেখা ভেবে, শেষের বেলায় লজ্জাবতী কই লুকোলে বিদায় কালে যেন তোমার কষ্ট হবে! এখন তোমায় খুব ভাবিনা আমি কিনা খুব প্রকতির মন ভোলা শুধু একলা হলেই ভাবনাগুলো দল পাকিয়ে ফিরে আসে টোল পড়া সে হাসির ভুবন কষ্টগুলো শুষে নিয়ে দেয় দোলা। আমার ছন্দ লেখা রুমালটিতে লুকিয়ে বসে শেষ হয়েছে ফুল তোলা? আজো রাত নিশীথে স্বপ্নে তুমি ফিরে আসো ভাবি, আগের মত ভবগুরেকেই ভালোবাসো এই আশাটাই বড় বেশী বুকে বাজে রাত্রি শেষে দিনও কাটে তোমার খোঁজে। আবার, কাব্য লেখার বায়নাটা ধরতে পারো নীরব ঘরে কথার ঝুড়ি মেলতে পারো কোলাহলে অচিন রূপও ধরতে পারো লক্ষীটেরা দৃষ্টিটা কি হানতে পারো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.