আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে প্রিন্স হ্যারির ঘাঁটিতে তালেবান হামলা: নিহত ২

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ন্যাটোর একটি ঘাঁটিতে তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতেই অবস্থান করছেন বৃটিশ রাজপুত্র হ্যারি। এতে ২ মার্কিন নৌসেনা নিহত ও আরও কয়েকজন সেনা আহত হয়েছে। আহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, এক সেনা কর্মকর্তা প্রাথমিকভাবে ৫ জন সেনা আহত হওয়ার খবর দিয়েছেন। তবে প্রিন্স হ্যারি সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

ন্যাটো-পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্সের (আইএএসএফ) মুখপাত্র মার্টিন ক্রিগটন জানান, প্রিন্স হ্যারি কখনই বিপদের মুখে ছিলেন না। তবে বৃটিশ রাজপুত্র থাকায় ওই ঘাঁটিতে চালানো হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। রকেট-চালিত গ্রেনেড, মর্টার ও ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের। সম্প্রতি এক হুমকিতে তালেবানরা বলেছিল, যে কোন মূল্যে তারা হ্যারিকে অপহরণ বা হত্যা করবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.