আমাদের কথা খুঁজে নিন

   

"নিশ্বাস! তবে গর্বের"

"নিশ্বাস! তবে গর্বের" ভোরের শিশির বিন্দুর মত নিষ্পাপ, ঘামগুলো ঝরছে! মাথা অবধি পা। সবে দিয়েছে পা তেরো। তবু রিকশা চালাচ্ছে। কুঠিরে মলিন মুখে পথপানে! বসে আছে মা নিরবে। এইতো মন্তুু বুঝি আসছে।

মধ্যাহ্ন শেষে এবার অপরাহ্ন, এখনো যে আসছেনা। ক্ষুধার জ্বালায় তর তর! ফিরছে পাখিরা নীড়ে। মন্তুু কি ফিরল না? এক বুক হতাশা নিয়ে ;আশার দেশে সপ্নে! দু:সহ রাতের প্রারম্ভে,মন্তুু; আমি চলে এসেছি, এইতো। ৯ বছর বয়সী বিন্তির হাতে ২বছর পুরনো ছালায় মোটা চাল সঙ্গে শাক; খুকু, ধরতো। চটজলদি কর।

ঘাটে স্নান শেষে, মা উটতো, এখনই যে খাবো। মেঝেতে চাঠাইয়ে খাওয়া শেষে এক বুক নিশ্বাস; গর্বের। হুক্কায় টান দিতে দিতে পূবালী বাতাসে মৃত বাবার লাগানো অর্জুনের নিচে শান্তিতে গভীর নিদ্রায়। এক বুক গর্বের নিশ্বাসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.