আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েট কন্যা......

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
----------------------------------------------- ----------------------------------------------- ----------------------------------------------- হে বুয়েট, ভান্ডারে আছিলো বিবিধ রতন, তা সবে, (লুইস আমি), অবহেলা করি, পর-ধন লোভে মত্ত করেছি ভ্রমন, পর ক্যাম্পাসে,লুলবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহু দিন সুখ পরিহরি। অনিদ্রায়, ফোনালাপে সঁপি অর্থ,কায়, মনঃ মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;— কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন! স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে— “ওরে বাছা, আপনকোষে রতনের রাজি, এ ভিখারী-দশা তবে কেন তোর আজি? যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!” পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে বুয়েট-কন্যা-রূপে খনি, পূর্ণ মণিজালে॥ বি:দ্র ১: মাইকেল মধুসূদন আমাকে ক্ষমা করবেন। বি:দ্র ২: আমি সাধারনত কাউকে পোষ্ট উৎসর্গ করি না। কিন্তু এই পোষ্ট সামুতে আমার প্রিয় বুয়েটের সব ব্লগারদের উৎসর্গ করলাম। আমি যে তোমাদেরই লোক।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।