আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েট রিলোডেড

পাপ

কয়েকদিন ধরেই ফেসবুকে একটা blog এর লিঙ্ক দেখতে পাচ্ছিলাম। তার সারমর্ম হল একজন BUET এর WRE graduate(BANK JOB HOLDER) জনৈক একজনের সাথে "ভাব"মেরেছে। তাই যিনি ব্লগ এর লেখক তিনি দাবি করেছেন BUET এর সকল ছেলেপেলে অতিরিক্ত "ভাব" মারে। অন্য আরেকজন ব্লগ লেখক আবার সেই ব্লগ এর প্রতিবাদে আরেকটি ব্লগ লিখছেন। তাতে লেখা আছে BUETএর graduate দের সাফল্য এবং আরও কিছু দাবি BUET সম্পর্কে।

আমি কোন নিয়মিত ব্লগার নই। তবে আমার কিছু ভাবনা share করতে চাইলাম বিষয়টা নিয়ে। এগুলো একান্তই আমার নিজস্ব মতামত। কাউকে উদ্দেশ্য করে লেখা নয়। আমি এই বছর BUET থেকে graduation করেছি EEE তে।

আজ(১২.০৪.২০১১)তারিখে আমার একটা interview ছিল বারিধারায়। সেখান থেকে interview দিয়ে বের হলাম বেলা ৫ টার দিকে। ফাল্গুন বাসের টিকেট কেটে উঠে দেখি কোন জায়গা নাই। বাসের পিছনে গিয়ে দাঁড়ালাম। প্রচণ্ড গরম।

রামপুরা পর্যন্ত দাড়িয়ে আসলাম। এরপর দুইজন নেমে গেলে দুইটা seat ফাকা হল। আমি বসতে গিয়ে একজন বয়স্ক মানুষের গায়ে পরে গেলাম। তারপর নিজেকে সামলে নিয়ে seat এ বসলাম। উনি আমার পাশে বসলেন।

আমি বললাম"sorry uncle দ্রুত বসতে গিয়ে balance হারায় ফেলছিলাম। আপনি কি ব্যথা পেয়েছেন? উনি বললেন "না বাবা। " উনি আমাকে বললেন "বাবা তুমি কি করছ?"আমি উত্তর দিলাম। উনি আমাকে বললেন "তোমরা তো দেশের মেধাবী ছেলে। "এরপর আস্তে আস্তে অনেক কথা হল ওনার সাথে।

বুঝলাম বুয়েট সম্পর্কে ওনার খুব উচ্চ ধারণা। উনি আমাকে খুবই ভাল এবং ভদ্র ছেলে বললেন। আমাদের কথোপকথন শুনে একটি ছেলে আমাকে বলল "ভাইয়া আপনারা বস মানুষ। "দেখি বাসের লোকজন আমার দিকে তাকিয়ে আছে অতি উৎসাহে। ভাল লাগল ব্যাপারটা।

এরপর অনেক মানুষের সাথে কথা হল। তারা BUET এর অনেক কিছু জানতে চাইল এবং অনেকেই বলল "আরে চিন্তা কর না। তোমাকে চাকরি না দিলে আর কাকে দিবে?ভাল শিক্ষার একটা দাম আছে না?"অনেকেই আমার চাকরির confirmation ও দিয়ে দিল! যাই হোক খুব ভাল লাগায় ভরে গেল মনটা। দেশের মানুষ আমাদের কে কত ভালবাসে!কত সম্মান করে! একজন মহিলা দাঁড়িয়ে আছেন দেখে পরে নিজের seat টা তাকে দিলাম। নিজে দাড়িয়ে আসলাম মৌচাক থেকে শাহবাগ পর্যন্ত।

উনিও আমার পরিচয় জানতে চাইলেন। আমি বললাম। আমাকে প্রাণ ভরে দোয়া করলেন তিনি। বললেন "সোনার টুকরা ছেলে তুমি। " ভাল লাগা নিয়ে হলে ফিরলাম।

আমার কি "ভাব" ধরা উচিত ছিল?"ভাব" না ধরে কি আমি BUET এর অপমান করলাম?যেহেতু আমি "ভাব" ধরি নাই তাহলে এখন BUET এর ছাত্র হিসেবে কি আমার নিজেকে পরিচয় দেয়া উচিত?প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।