আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েট সিএসই ডে থিম সং

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...

সিএসই ডে'র থিম সংয়ের মিউজিক ভিডিও অনেক কষ্টে হাতে এসেছে। বারবার দেখছি। আর সবার জন্য গানের কথাগুলো দিয়ে দিলাম ... ফেলে রেখে আজ সব ব্যস্ততা চল শুনি আজ নতুনের বারতা আকাশের ঐ নীলের আহবানে চল ভাসি এই নতুনের গানে নতুন প্রেরণায় কাল কি হবে আজ তোলা থাক একটু স্বপ্ন আবিরে রাঙাক চল হাসি, পথ চলি একটুক্ষণ প্রাণে প্রাণে গড়ি নতুন বন্ধন আগামীর চেতনায় চল যাই আজ আকাশের ঐ নীলে সকল প্রাণের হাসির মিছিলে চেনা মুখের খুশির পলে চল যাই আজ এই হৈচৈ এই চেনা মুখ এই ভালো লাগা তাকিয়ে থাকার সুখ মেলাই আজ সবার হৃদয়ে আগামী দিনের আগমনী লয়ে অনেক ভালবাসায় চল যাই আজ আকাশের ঐ নীলে সকল প্রাণের হাসির মিছিলে চেনা মুখের খুশির পলে চল যাই আজ ------------------------ গান: ঈশিতা নাহিন সন্তু ও সৌরভ কথা: শুভ্র সুর: ক্রেমাটিক-এক্স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।