আমাদের কথা খুঁজে নিন

   

‘গ্রহণযোগ্য’ নির্বাচন চায় ওআইসি

সোমবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করেন ওআইসির মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু।
বৈঠকের পর বিএনপির সহসভাপতি, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “বৈঠকে ওআইসি সেক্রেটারি জেনারেল আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে এই ধারাকে এগিয়ে নিয়ে যাবে।
“ওআইসি প্রত্যাশা করে, বাংলাদেশে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন যেন হয়।


গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত ১০টা থেকে দেড়ঘণ্টার এ বৈঠক হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শমসের মবিন জানান,  একটি বিশেষ পুরস্কার নিতে বাংলাদেশ সফররত ওআইসির মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলুর দায়িত্ব শেষ হবে এবছর।
হেফাজতে ইসলামের ওপর পুলিশি অভিযান ও ‘হত্যাকাণ্ড’ নিয়ে প্রতিবাদমুখর বিএনপি আলোচনায় বিষয়টি তুলেছে কি না- জানতে চাইলে বিএনপি সহসভাপতি বলেন, “আমরা তাকে জানিয়েছি, এভাবে গণহত্যা চলতে থাকলে দেশে অস্থিরতা বাড়বে। অন্যান্য দেশের অভিজ্ঞতায় দেখেছি, গণহত্যা চলতে থাকলে কোনো সুরাহা হয় না।

বরং পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। ”
“জবাবে ওআইসি মহাসচিব বলেছেন, আলোচনার মাধ্যমে সঙ্কটের সুরাহা হবে বলে তিনি প্রত্যাশা করছেন। ”
সাক্ষাতের সময়ে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান এবং সাবিহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
বিকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরে তার কাছ থেকে ওআইসি ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য ‘বাংলাদেশ মৈত্রী পদক’ গ্রহণ করেন তিনি।


ইসলামিক ওয়াল্ড একাডেমি অব সায়েন্সের ১৯তম আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে সোমবার সকালে দুদিনে সফরে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.