আমাদের কথা খুঁজে নিন

   

‘গ্রহণযোগ্য সমাধান আলোচানার মাধ্যমেই’  

সোমবার বিকেল সাড়ে ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
গত ১৪ মে এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৬ জুন সংসদে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন।
গত তিনবারের মতো এবারো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
অধিবেশনের শুরুতেই স্পিকার স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান আসতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেননসহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন।    

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.