আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন ভাবনার শব্দেরা

স্বপ্ন আছে তাই বেচে আছি ১. তোমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত উষ্ণতা টুকু হারিয়ে কালো পিন্ডে পরিনত হওয়া আগেই আমি লাল বর্ণ ভালবেসে আশ্রয় খুঁজেছি, উষ্ণতা খুঁজেছি প্রেমিকার লাল অস্থির ঠোঁটে একদিন তোমাদের মত আমার রক্তেও হয়তো হায়েনারা লালা ঝরাবে খুঁজে বেড়াবে অশ্লীল কোন গল্প আর সেদিন হয়তো, দুঃস্বপ্নের তৃতীয় প্রহর পার করে আমার মত অনেকেই লাল বর্ণ ভালবাসবে, খুঁজবে নিবে প্রেমিকার ঠোঁটে আশ্রয়। ২. যে সকল শব্দেরা তোর বদলে যাওয়ার খবর দিলো তাদের অচ্ছুত বলে ঘোষণা দিলাম। যে সকল শব্দেরা তোর নামে হিসাব খাতা খুলে বসে তাদেরও আজ চিরতরে ছুটি দিলাম। দূরন্ত বাতাস গাছের পাতায় যখন শিস কেটে যায় তখন দীর্ঘশ্বাস গুলো ভাসিয়ে দিয়ে শ্যামলিমা তুই কি আমার দুঃখ হবি?? ***আমার অখাদ্য কুখাদ্য লেখায় নিয়মিত উৎসাহ দিয়ে যাওয়া আউলা কবির জন্য আরো দুইটা অখাদ্য


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।