আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণ

সম্পর্কে সংক্ষেপে প্রায় সকল ধারণা - (A থেকে Y) *মানুষ সর্বপ্রথম যে দুটি ধাতু আবিষ্কার করে, তার নাম তামা ও সোনা। ● *এক আউন্স স্বর্ণকে টেনে প্রায় ৫০০ মাইল লম্বা তার বানানো যাবে। তারটির ব্যাস হবে পাঁচ মাইক্রোন। ● *স্বর্ণ এক হাজার ৬৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে এবং দুই হাজার ৮০৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে। ● *স্বর্ণ তাপ ও বিদ্যুৎ পরিবাহী।

● *এক কিউবিক ফুট স্বর্ণের ওজন প্রায় আধা টন। ●* স্বর্ণকে পিটিয়ে এতটাই পাতলা করা সম্ভব যে এর মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারবে!!! ●* খাঁটি স্বর্ণ আসলে বেশ নরম। স্বর্ণকে শক্ত ও ব্যবহারের উপযোগী করতে এর সঙ্গে অন্য ধাতুর খাদ মেশানো হয়। ●* খাঁটি সোনায় কখনো মরিচা পড়বে না এবং এটি মানবশরীরের জন্য কখনো বিষাক্ত নয়। ● *ভারত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের বাজার।

● *বিজ্ঞানীরা সাগরের পানিতে স্বর্ণের অস্তিত্ব পেয়েছেন। কিন্তু সেটি আহরণের উপায় এখনো উদ্ভাবিত হয়নি। ● *প্রাচীনকালের সকল জাতিতেই স্বর্ণের ব্যবহার ছিল। ● *সোনার সাথে পৃথিবীর অনেক বেদনা বিধুর ও ভয়ংকর কাহিনী জড়িত। সোনা অধিকারের লক্ষ্যে জাতিতে জাতিতে যুদ্ধ হয়েছে, প্রাণ হারিয়েছে অগণিত মানুষ।

আবার সোনার মালিক হয়েও কেউ শান্তি পায়নি। কারণ পাওয়ার পরই এসে যেতো সোনা হারানোর ভয়। ●* ১৬০০ সালে রাশিয়ার খনি থেকে সোনা উত্তোলন শুরু হয়। তবে এর পরিমাণ খুব বেশি ছিল না। ১৯০০ খ্রিস্টাব্দের পর থেকে সেখানে সোনা উত্তোলনের পরিমাণ অনেকগুণ বেড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।