আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার শুকনা কান্না

Digital Bangladesh Warriors - fb.com/openbd আর চোখের পানি নয়, আন্দোলনে আসুন ঢাকা, গতকাল অগাস্ট ২০, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে দলমত নির্বিশেষ সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, “আসুন, অনেক কষ্ট করেছেন, অনেকে চোখের পানি ফেলেছেন, এখন আর কান্না নয়। দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি। ” ঈদের দিন সোমবার দুপুরে ইস্কাটনের লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের খালেদা এ কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, “দেশের মানুষ মোটেই ভালো নেই।

উন্নয়ন-অগ্রগতি, আইনশৃঙ্খলা, নিরাপত্তা সব ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। মানুষ এই সরকারকে চায় না। সরকারের উচিৎ হবে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। ” এরপর শিশু-কিশোর, সর্বস্তরের মানুষ ও দলীয় নেতা-কর্মীরা লাইনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। Comments Nurul Alam Anik says, not under your foolish party. Mohsin Kabir says, ‘আর চোখের পানি নয়, আন্দোলনে আসুন???এই কথার মানে কি ??চোখের পানিত দেশবাসির নয় ।

। খালেদর চোখের পানি মুছানোর জন্যই এই পবিএ ঈদের দিনেও রাজনৈতিক ভনঠামি । । ওনার, আন্দোলনে কি হয় তাও দেশবাসি ভালই জানেন । ।

Bangali Babu says, খালেদা কি মনে করে মাইনষের কি কাম কাজ নাই ? এসব আন্দোলন করা মানে এক শুয়রকে নামিয়ে আরেক শুয়রকে ক্ষমতায় বসানোর তদবির করা । Golam Rabbani Palash কুমির রা কাদে নাকি ?কাদলেও ওটাকে বলে কুম্ভিরাশ্রু। যারা পোষ্টে খুশি তাদের জন্য  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।