আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার চীন সফরের ২য় দিন

তোমাকে ভাবাবোই

চীন সফরের ২য় দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চীনের তিয়ানজিং গভীর সমুদ্র বন্দরসহ চীনের সাবেক প্রধানমন্ত্রী জো এন লী’র স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। দিনব্যাপী পরিদর্শন ও পরিভ্রমনের মাধ্যমে চীনে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ওপর বাস্তবচিত্রও উপভোগ করেন। গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের ২য় দিনের বিষয়ে সফরসঙ্গী বিএনপির ভাইসচেয়ারম্যান শমসের মবিন চৌধুরী দিনকালকে একথা বলেন। তিনি আরো বলেন, চীন সরকারের বিশেষ আমন্ত্রনে বাংলাদেশের বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার প্রতিনিধি দল দিনব্যাপী গভীর সমুদ্র বন্দরের শহর তিয়ানজিং পরিদর্শন করেছেন। এসময় চীনের আধুনিক পরিহন ও যোগাযোগ ব্যবস্থার ওপর এক আলোকচিত্র পরিবেশন করা হয়।

দিনের শুরুতে উচ্চগতির একটি নৌযানে চড়ে ঘন্টায় ৩৪০ কিলোমিটার বেগে আধা ঘন্টার পরিভ্রমনে ২০০ কিমি পথ পাড়ি দিয়ে বেইজিং থেকে তিয়ানজিং পৌছেন বেগম খালেদা জিয়া। এসময় খালেদা জিয়াকে তিয়ানজিংয়ের ঐতিহাসিক মিউনিসিপাল হল পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। এরপর বিশ্বের সর্বোচ্চ অগ্রসরমান তিয়ানজিং গভীর সমুদ্র বন্দরের বিভিন্ন টার্মিনালও ৩ ঘন্টা ধরে বেগম খালেদা জিয়া পরিদর্শন করেন। তিয়ানজিংয়ের মেয়র নিজেই তার এলাকা ও হল পরিদর্শন শেষে বিএনপি চেয়ারপার্সনের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এরপর সেখানেই অবস্থিত চীনের অবিস্বরনীয় নেতা জো এন লী ও তার স্ত্রী দেং ইংচু স্মৃতি সংরক্ষন জাদুঘর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পরিদর্শন করেন এবং পরিদর্শকের খাতায় অনুভুতি প্রকাশ করেন।

উল্লেখ্য ১৯৭৫ সালে চীনের প্রধানমন্ত্রী জো এন লী বাংলাদেশের সঙ্গে ১৯৭৫ সালে সম্পর্ক উন্নয়নে প্রথম ভূমিকা রাখেন। সন্ধ্যায় একটি দ্রুতগতির ট্রেনে বেগম জিয়া ও তার প্রতিনিধি দল বেইজিং ফিরে আসেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।