আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার হুশিয়ারি------

Click This Link মহাসমাবেশে বাধা দিলে পরিণাম শুভ হবে না: খালেদা ই-রিপোর্টার। ঢাকা, ০৯মার্চ বিরোধী দলের 'ঢাকা চলো' কর্মসূচিকে সামনে রেখে সরকার সারা দেশে গণগ্রেফতার চালাচ্ছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, মহাসমাবেশে বাধা দিলে পরিণাম শুভ হবে না। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই কর্মসূচিতে আঘাত এলে তা হবে গণতন্ত্রের ওপর আঘাত। বাঁধা দিয়ে, সংঘাত ডেকে কিংবা নাশকতা করে গণতন্ত্রকে বিপন্ন করবেন না। আগামী ১২ মার্চ বিরোধী দলের 'চলো চলো, ঢাকা চলো' উপলক্ষে শুক্রবার দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মাধ্যমের কাছে দেয়া এক লিখিত বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন খালেদা জিয়া।

বিবৃতিতে তিনি দেশের সকল শ্রেণীর জনগণকে ১২ মার্চের কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান। বিরোধী দলীয় নেতা বলেন, "আমাদের কর্মসূচিতে বাঁধা-বিঘ্ন সৃষ্টি করা হবে না বলে প্রথম দিকে সরকার প্রকাশ্যে ঘোষণা করলেও কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ সারাদেশে সর্বস্তরের জনগণের মধ্যে বিপুল সাড়া জাগতে দেখে ক্ষমতাসীনরা বেসামাল হয়ে পড়েছে। আমাদের কর্মসূচির আগে ও পরে শাসক জোট তাদের দলীয় কর্মসূচি ঘোষণা করেও স্বস্তিবোধ করতে পারছেনা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নিম্নস্তরের নেতা-কর্মীরা পর্যন্ত এখন ১২ মার্চের কর্মসূচির বিরুদ্ধে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় হুমকি দিতে শুরু করেছেন। খালেদা জিয়া বলেন, "সরকার সারা দেশে ইতোমধ্যেই ব্যাপক গণগ্রেফতার শুরু করেছে।

হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাড়িতে, কর্মস্থলে, সংগঠনের অফিসে দিনে-রাতে হানা দিচ্ছে পুলিশ। পথে পথে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে ঢাকামুখী জনস্রোতকে বাঁধা দেয়ার ঘোষণা দেয়া হচ্ছে প্রকাশ্যেই। " গ্রেফতারকৃত নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, নেতাকর্মীদের ছেড়ে দিন, যাতে তারা কর্মসূচিতে অংশ নিতে পারে। শান্তিপূর্ণ সভা-সমাবেশে অংশগ্রহণ রাজনৈতিক দল ও নাগরিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আমি সরকারের এ সব অপতৎপরতা বন্ধের আহবান জানাচ্ছি। ইনিউজ/এসইউ/এফএ/১৯.৪০ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।