আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার অপেক্ষায় সিলেট

তার সফরকে কেন্দ্র করে উৎসবের মেজাজে থাকা বিএনপি-জামায়াতসহ জোটের নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি নিয়ে রেখেছেন।
শুক্রবার সিলেট পৌঁছানোর পরদিন বিকেলে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।
গত বছরের ১১ অক্টোবর সরকার পতনের ডাক নিয়ে সিলেটে এসেছিলেন খালেদা জিয়া। এবার সরকার পতন নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ডাক দিয়ে তিনি সিলেট সফরে আসছেন বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে তোরণ, ব্যানার-ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে সিলেট নগরী।

বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে সমাবেশস্থল আলীয়া মাদরাসা মাঠ ও নগরীর রাস্তাঘাট।
সরকারের শেষ সময়ে খালেদা জিয়ার সিলেটের এই সমাবেশে প্রায় পাঁচ লাখ লোক সমাগম ঘটাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন চান বিএনপি নেতাকর্মীরা।
১৮ দলীয় জোটের এই জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই জনসভা হবে সিলেটের ইতিহাসে বৃহত্তম সমাবেশ। সিলেটবাসী যেভাবে সাড়া দিয়েছেন তাতে মনে হচ্ছে শনিবার সিলেট নগরী লোকে লোকারণ্য হয়ে যাবে।
খালেদা জিয়ার সিলেট সফরে দলের পক্ষ থেকে সব মিলে প্রায় কোটি টাকার বেশি খরচ হবে বলে দলের নেতারা জানান।



তারা জানান, শুধু ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে খরচ হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। আর মঞ্চ তৈরি, পোস্টার, মাইকিং, সভা-সমাবেশসহ অন্যান্য প্রচারণায় খরচ হবে আরো প্রায় ৫০ লাখ টাকা।
সফর উপলক্ষে গঠিত প্রচার উপ-কমিটির আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামসুজ্জামান জামান বলেন, সমাবেশ সফল করতে মাইকিং ও সভা-সমাবেশ চলছে পুরো জেলায়। সব মিলে সমাবেশকে ঘিরে কোটি টাকার মতো খরচ হতে পারে।
খালেদা জিয়ার সমাবেশে পাঁচ লাখ লোক সমাগমের টার্গেট নিয়ে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি।


সমাবেশের নিরাপত্তা জোরাদারে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।
মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার মো.আইয়ুব জানান, বিরোধী দলীয় নেত্রীর জনসভার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। জনসভাস্থলে থানা পুলিশের বাইরে অতিরিক্ত ৮০০ সদস্য মোতায়েন থাকবে।
এদিকে জনসভায় যোগ দিতে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা সবাই এখন সিলেটমুখী।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে পৌঁছেছেন।


শুক্রবার সকালে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও যুগ্ম-মহাসচিব মুহাম্মদ শাহজাহানের সিলেট পৌঁছার কথা।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।