আমাদের কথা খুঁজে নিন

   

'ফাঁসী চাই' 'মুক্তি চাই'

অতি সাধারণ। বলার মত তেমন কিছুই নাই। 'ফাঁসী চাই' 'মুক্তি চাই' এসব শ্লোগানে গা ভাসিয়ে কোন লাভ নেই। কিন্তু একটি পর্যাপ্ত কর্মসংস্থানহীন 'অলস' জাতিগুষ্ঠির রাজনৈতিক 'খেলনা' হওয়া ছাড়া আর কি বা করার আছে। ভেবে পাইনা এদেশের মূল শক্তি শিক্ষিত যুবসমাজ উদ্দেগতা না হয়ে রাজনীতিতে জড়ায় কেন! এটাই কি দেশপ্রেম শ্লোগান মুখর হয়ে দিনানিপাত করা? এটাই কি দেশপ্রেম আমার ঘরের ছেলে তো মুক্তি চাই আর আমার শত্রুর ছেলে তো দে ফাঁসী? ন্যায়বিচার তবে কার কাছে পাবো? আমাদের মেধা গুলো আস্তে আস্তে নোংরা রাজনীতির হাতিয়ারে পরিণত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া দিনমুজুর পর্যন্ত হয়ে পড়েছে অপরাজনীতির ক্রিনড়ক। প্রত্যকেটা অলস আর অস্থির মস্তিষ্ক হয়ে পড়েছে একেকটা 'রাষ্ট্রবিজ্ঞানী'। দেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে সেটাতে যেন কারো খেয়াল নেই। রাজনীতি যদি শুধু নীতির জন্য হয় তবে এই রাজনীতি বাদ দেয়াই উচিৎ কারন সার্বজনীন নীতি বলতে কোন নীতি আছে বলে আমার জানা নাই। রাজনীতি হবে রাষ্ট্রের মঙ্গলের জন্য।

রাজনীতি হবে মানুষের মঙ্গলের জন্য। নীতির বেড়াজালে আটকিয়ে নিজ নীতিকে উপরে রেখে ভিন্ন নীতিকে দাবিয়ে ক্ষুদ্র বেক্তিস্বার্থ রক্ষা করা যায়, সামগ্রিক দেশ তথা জনগুষ্ঠির কোন কল্যান সাধন করা যায়না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.