আমাদের কথা খুঁজে নিন

   

!!!আমার ফাঁসী হলে হোক, আমি খুনি হতে চাই

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...। !! আমার এক বন্ধু আজ আমাকে বলে দোস্ত জীবনে বিলেন হইলেই ভাল। ওর কথা শুনে আমি থ হয়ে গেলাম, মানেকি?? ও বলে একটা সিনেমার সময় কত যানিস?? হ্যা ৩ ঘণ্টা। একবার ভেবে দেখ ৩ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টা ৫৮ মিনিট বিলেনরা ভাল থাকে ওদের খারাপ সময় just ২ মিনিট, বাস্তবিক life -এ দেখ যারা বিলেন ওরাই ভাল থাকে । দামি ঘাড়ি, বাড়ি কিংবা মোটা অঙ্কের টাকার মালিক ওরাই হয়।

কথা গুলু শুনে আমি মোটেও প্রতিবাদ করতে পারিনি। অনেক দিন আগের কথা তখন আমি ক্লাস ৭-এ পড়ি, আমাদের এলাকার কুখ্যাত রাজাকার সিরাজ চ্যায়ারমেন আমাদের জমি দখল করার জন্য উঠে পরে লেগেছিল। আমার অখ্যাত মুক্তি যেদ্ধা বাবা কে দেখেছি অসহায়ের মত কত যায়গায় ধর্না দিয়েছে। কিছুতেই কিছু হচ্ছিলনা, কারন প্রশাসন বলেন আর লোক বল বলেন সবি ছিল সেই রাজাকারের পক্ষে। আমার খুব রাগ হচ্ছিল।

রেগে গিয়ে আমি বলে বসে ছিলাম আব্বু তুমি রাজাকার হইতে পারলানা । কসিয়ে চর বসিয়ে দিয়েছিল আব্বু আমাকে। যদিও সেদিন আমি কোন কিছু ভেবে বলিনি, তবে সেটা আমার বাচ্চা মনের একটা realization থেকে বলা সেটা আমি নিশ্চিত। বাবাকে খুব ভালবাসি, ভয়ও পাই। ওনি মোটেও রাগী মানুষ না, কিন্তু ওনার ব্যক্তিত্ব অসাধারন।

নিজের ethics এর সাথে কক্ষনো compromise করতে দেখিনি। ওনার কাছে যেতেই কেমন যেন অশ্বস্থি লাগে। তবু ইদানিং বাসায় গেলে আব্বু আমাকে কাছে ডেকে এটা সেটা বলে। জীবন নিয়ে আমার বাবার দর্শন নিয়ে টুক-টাক আলাপ হয়। সেদিন যখন ছুটিতে বাড়িতে গেলাম সাত সকালে আব্বু আমাকে ডেকে তুলে বলে চল মসজিদে যাই, বাপ বেটা এক সাথে নামাজ পরে আসি।

নামাজ শেষে আব্বু দাদির কবর জেয়ারত করতে যেতে বলল। আব্বু সামনে সামনে হাঁটছে আর আমি ওনার পেছন পেছন। সকালের আলোতে আব্বুকে সর্গ দূতের মত লাগছিল। ইদানিং উনি দারি রেখেছে। সাদা পাঞ্জাবিতে আব্বুকে অদ্ভুত সুন্দর লাগছিলো, জীবনে প্রথম নিজের বাবাকে কাছথেকে এবাবে উপলব্দি করা।

হটাঠ আব্বু আমাকে কাছে টেনে নিলো , কিরে তুই পেছন পেছন হাঁটছিস কেনো? বিরক্ত লাগ্লে বাসায় চলে যা। আমি বললাম না আব্বু অনেক দিন পর হাঁটতে খারাপ লাগছেনা। এটা সেটা বলতে বলতে আব্বু বলতে সুরু করলো যুদ্ধ অপরাধীদের বিচার বুজি আর হলনারে। কেন হবেনা আব্বু, দেখে নিও অবশ্যই হবে। নারে তুই জানিসনা ওরা এটা হতে দিবেনা।

তার পর আব্বু অনেক কথাই বলল। বিদেশি এজেন্ডাদের কথা , এদশের বুদ্ধি জিবি দের কথা। আব্বুর শেষ কথাটা ছিল আমি বেঁচে থাকতে মনেহয় এই বিচারের রায় দেখে যেতে পারবনা। আমার মত আমি আব্বুকে আশ্বাস দিয়েছি, আমি যানি আমার কথায় উনি মোটেও আশ্বস্থ হয়নি। আমার বাবার মত আর সকল মুক্তি যুদ্ধা, আপামর বাঙ্গালির সবার একটাই দাবী মানুষ রুপি পশু গুলুর বিচার হোক ।

তাহলে কেন এত আয়োজন?? এতো কাহিনি?? মাননীয় প্রধান মন্ত্রী , আপনার পরিবারের খুনিদের বিচার যদি এত দ্রুত এদেশের মাটিতে হতে পারে কেন তবে যুদ্ধ অপরাধীদের বিচার হতে এত জটিলতা ?? কেঊ কি আমাকে একটা পিস্তল গোটা কয়েক বুলেট সহ ঐ কুকুর গুলার কাছে নিয়ে যেতে পাড়বে??? আমি আইন হাতে তুলে নিতে চাই। আমি কুকুর গুলিকে কুকুরের মতই গুলি করে মেরে রাস্তায় ফেলে রাখতে চাই। আমার ফাঁসী হলে হোক ,আমি খুনি হতে চাই। এ দেশের বোকে ওদের বেঁচে থাকাটা বিষণ অন্যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.