আমাদের কথা খুঁজে নিন

   

বাবা ছাড়া কি এদেশে কিছু করন যায়!

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... এ স্ট্যাটাসের সাথে জীবিত বা মৃত বা অর্ধমৃত কারো সাথে মিলে গেলে মাইন্ড করবেননা। ধরে নিবেন এটা একটা কাকতালীয়। । বাংলাদেশের সাবেক এক প্রেসিডেন্ট: যিনি নিজে বাবা হওয়ার যোগ্যতা নাই কিন্তু ওনার অনেক ছেলে পুলে। সুন্দরি এক তরুন ইউনিভার্সিটি ছাত্রী সেই প্রেসিডেন্টের কাছে গেছে আর্শীবাদ পাওয়ার জন্য।

প্রেসিডেন্ট তাকে দেখেই (মনে হয় উনার ভালো লেগেছিল তাই) মা বলে সম্বোধন করেছে। আর মেয়েতো গদ গদ করে ই্উনিভার্সিটি মাতিয়ে তুললো। । এরপর তার হলের সামনে মার্সিটিস বেঞ্ঝ এসে বসে থাকে। যখন তখন ”বাবার দরবারে” তাকে হাজিরা দিতে হয়।

এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর মেয়েটি ধানমন্ডিতে একটা ফ্ল্যাট কিনলো, চোখে কালা চশমা তুললো, পারসোনায় যায়, দামি ফুড ছাড়া নরমাল খাবার তার খেতে ভালো লাগেনা, আইজুদ্দিন (মানে তার দু:সময়ের প্রেমিক) রে কোপাইয়া দিল মানে সে হয়তো বাবার লোকজনরে কইসে আইজুদ্দিন তারে ডিস্টার্ব করে, ব্যস একদিন সণ্ধ্যায় টিএসসির সামনে তাকে কোপানিটা দেয়া হলো” তুই যদি ফক্কিরনির পুত আর ওর সাথে ঘুরোছ তবে তোকে চিরনিদ্রায় পাঠায় দিমু” কোপ খাইয়া আইজুদ্দিন মেয়েটারে তো ভুলছেই সাথে তার নিজের নাম, বাপ মার নাম বলতে পারেন চৌদ্দ ঘোষ্ঠির নামও ভুলে গেছে। । ----------------------------------------------- **পৃথিবীর চরম জোকস। কোপ খেয়ে আইজুদ্দিন যখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তখন তার গার্ল ফ্রেন্ড বাবার দেয়া মার্সিডিজ বেঞ্চে করে মেডিক্যালে ফুল নিয়ে আইজুদ্দিনরে দেখতে গেছে। ।

যতটুকু জানি মেয়েটা এখনো বিয়ে হয়নি কিন্তু বয়স ৪০ উর্ধ্বে গেছে কিন্তু রাজনীতিতে তার পদন্নি হইছে। সামনেবার বাবার দল থেকে নমিনেশন না পেলেও মহিলা এমপি হচ্ছে এটা সিউর। । কি বুঝলেন বাবা ছাড়া কি এদেশে কিছু হয়??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.