আমাদের কথা খুঁজে নিন

   

অন্তিম

আমি মৃত্যু পথের দিন গুনি আমি আকাশ ছুতে চাই না মাটি আমার শেষ ঠিকানা শাল৴ বদলেয়ার কল্পনাতিত কোন বিষণ্ণ ভূতুড়ে আবহাওয়ায় আমি দুমাথা খোলা রাস্তার ফুটপাথে বসে রিকশা চলাচল দেখি আর তার মাঝে স্তিমিত জীবনের গতি বুঝার চেষ্টা করি আমি মৃত্যু পথের দিন গুনি কল্পনাযোগ্য জগতের সকল আনন্দ আর নিজের সকল উষ্ণতা ছড়িয়ে দিলাম আমার দেহ পরিপূর্ণ শীতল হোক সরিষার ক্ষেত আর টমাটোর চারা উজ্জ্বল রোদ ধোয়াটে সকাল আমার দুঃস্বপ্নের মাঝে আসে আমি কল্পনাতে ওইসব ভয় পাই আমি শুধু মৃত্যু পথের দিন গুনি আমার দেহ জুড়াক আমার আত্মা চির শান্তি পাক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।