আমাদের কথা খুঁজে নিন

   

অন্তিম মুহূর্তে রক্ষা মোহামেডানের

অভিষেকটা মধুর হলো না মোহামেডানের পর্তুগিজ কোচ রুই ক্যাপেলা বাতিস্তার। অবশ্য জাহিদ হোসেন এমিলি ম্যাচের অন্তিম মুহূর্তে গোল দিয়ে শুধু মোহামেডানকেই রক্ষা করেননি, হারের তিক্ত স্বাদ নেওয়া থেকেও বাঁচিয়েছেন পর্তুগিজ কোচকে। বাংলাদেশ পেশাদার লিগে গতকাল ছিল মৌসুমের প্রথম হেভিওয়েট লড়াই। সেই লড়াইয়ে ফেডারেশন কাপ রানার্স আপ মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর পর এখন পর্যন্ত শিরোপার স্বাদ নেওয়া হয়নি মতিঝিল পাড়ার দলটির।

এবার সপ্তম আসরে শিরোপা পেতে মরিয়া সাদা-কালো শিবির। তারা জাতীয় দলের ছয়জন তারকা ফুটবলারকে দলে ভেড়ায় কিন্তু মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের সেমিফাইনালেই আটকে পড়ে দলটি। পেশাদার লিগের শিরোপা জিততে দলটি ভেড়ায় পর্তুগিজ কোচকে।

কোচ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন গতকালই। কিন্তু দলের জন্য বয়ে আনতে পারেননি কোনো সাফল্য।

বরং হোঁচট খেয়েছেন। হোঁচট খেয়েছে মোহামেডান। অবশ্য মুক্তিযোদ্ধারও শিরোপার স্বাদ নেওয়া হয়নি। যদিও বছরের প্রথম টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল দলটি। কিন্তু শেখ জামালের কাছে হেরে রানার্স আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।

তারপরও গতকাল প্রবল প্রতিপক্ষ মোহামেডানের বিপক্ষে খেলতে নেমেছিল আত্দবিশ্বাস নিয়ে। এক পর্যায়ে জয়োৎসবের প্রস্তুতিও নিয়ে ফেলেছিল দলটি। কিন্তু ৯৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন জাহিদ হোসেন এমিলি। আর তাতেই জয়ের স্বপ্ন ভেস্তে যায় মুক্তিযোদ্ধার। আর মোহামেডান শেষ মুহূর্তের গোলে কোনোরকমে আদায় করে নেয় এক পয়েন্ট।

রেফারি শেষ মুহূর্তের বাঁশি বাজানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মুক্তির রক্ষণভাগের খেলোয়াড় এলিটা বেঞ্জামিন ফাউল করে জাহিদ হোসেনকে।

রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে সমতা আনেন জাতীয় দলের স্ট্রাইকার এমিলি। অবশ্য মুক্তিযোদ্ধাও গোলটি করে শেষ মুহূর্তে। ৮৫ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

ডি বঙ্রে বাইরে থেকে মারুফের বাড়ানো বল ধরে এলিটা কিংসলে এগিয়ে দেন ফাঁকায় দাঁড়ানো এনকোচা কিংসলেকে। কিংসলে ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে এগিয়ে নেন মুক্তিযোদ্ধাকে। এগিয়ে যাওয়ার পরপরই রক্ষণাত্দক খেলা খেলতে শুরু করে মুক্তিযোদ্ধা। আর সেই সুযোগটাকে কাজে লাগায় মোহামেডান। খেলা শেষের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে পয়েন্ট উপহার দেন এমিলি।

পারফরম্যান্সের বিচারে এগিয়ে মুক্তিযোদ্ধা কিন্তু শক্তির বিচারে এগিয়ে মোহামেডান। এমন সমীকরণকে সঙ্গী করে দুই দল গতকাল প্রথম থেকেই আক্রমণাত্দক খেলা খেলতে থাকে। ১২ মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে মুক্তিযোদ্ধা। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকার এনকোচার প্লেসিং শটটি বারপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

২৪ মিনিটে প্রথম সুযোগ পায় মতিঝিল পাড়ার দলটি।

এমিলির পাস থেকে বল ধরে জোরালো শট নেন মিডফিল্ডার জাহিদ। কিন্তু মুক্তির গোলরক্ষক লিটনকে ফাঁকি দিতে পারেনি সেই শট। ৩৬ মিনিটে আবারও দলকে রক্ষা করেন লিটন। ওয়াহেদের শট এবারও ধরে ফেলেন তিনি। লিটন খেলেছেন আমিনুল ইসলামের পরিবর্তে।

আমিনুল ইনজুরির জন্য খেলছেন না। দুই মিনিট পর এমিলি বাঁ পায়ে দুরন্ত শট নেন। কিন্তু বলটি ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ৪৪ মিনিটে মোহামেডানের মিসরীয় স্ট্রাইকার মোস্তফা মোহাম্মদ সিদ্দিক শট নিলে আবারও ধরে ফেলেন লিটন। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।