আমাদের কথা খুঁজে নিন

   

অন্তিম শয়ানে সোহেল

শনিবার বাবার কবরের পাশে দাফন করা হয় গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলের ছোটভাইকে।
এর আগে বেলা ১২টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সাবের হোসেন চৌধুরী, রহমত আলী, আ.ক.ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খানসহ সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।
এরপর বাদ জোহর গ্রামের বাড়ি গাজীপুর নগরীর হায়দরাবাদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
ভোর ৫টার দিকে জাবিদের লাশ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে পৌঁছে। বিমানবন্দর থেকে লাশ সরাসরি টঙ্গীতে আনা হয়।
প্যানক্রিয়াস ব্যাধিতে আক্রান্ত সোহেল ৭৮ দিন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোহেলের মৃত্যু হয়। তিনি রবি টেলিকমে  ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।
সোহেলের বাবা গাজীপুর-২ আসনের সাংসদ আহসান উল্লাহ মাষ্টার ২০০৪ সালের ৭মে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আততায়ীর গুলিতে নিহত হন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।