আমাদের কথা খুঁজে নিন

   

ফেদেরারের বাজে খেলার একদিন

সাবধান!! এখানে সিআইএ-র গোপন ক্যামেরা আছে
বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড প্রায় নির্বিঘ্নেই পার পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই পড়তে হলো কঠিন লড়াইয়ের সম্মুখীন। যদিও প্রতিপক্ষ অখ্যাত ফ্রান্সের জাইলস সিমোন। কিন্তু অখ্যাত হলেও ফেদেরারের নাকের জল চোখের জল এক করে ছেড়েছে। ফেদেররার হালকা মেজাজেই শুরু করেছিলেন।

প্রথম সেটে জয়ও তুলে নিয়েছিলেন খুব সহজেই। দ্বিতীয় সেটও এভাবেই। ফলে প্রথম দুই সেট শেষে ফলাফল ৬-২, ৬-৩। কিন্তু তৃতীয় সেট থেকে ঘুরে দাড়াতে থাকেন সিমোন। এসময় ফেদেরারকে পরিশ্রান্ত লাগছিল।

ফলে কোর্টে খুব একটা দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছিল না। নাগালের একটু বাইরে বল গেলেই তা আর ধরার জন্য ছুটছিলেন না। তার উপর প্লেসিংও হচ্ছিলনা ঠিকমত। নিয়মিতই কোর্টের বাইরে বল মারছিলেন। এমনকি প্রতিপক্ষের কিছু রিটার্নশটও স্ম্যাশ করে বাইরে পাঠালেন।

ফলে পরপর দুইসেট সহজেই জিতে সমতা আনেন ফ্রেঞ্চ তরুণ। পঞ্চম সেট শুরু হলে উপস্থিত দর্শকের মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা যায়। তারউপর কিছু ফ্রেঞ্চ দর্শক চিৎকার চেঁচামেঁচি, পতাকা আন্দোলিত করে সিমোনকে উৎসাহ দিচ্ছিলেন। ঠিক এসময় পুরনো ফেদেরারকে দেখা যেতে থাকে। এই সেটের শুরুটা ছিল ২-২।

কিন্তু একপর্যায়ে ফেদেরার ৫-৩ ব্যবধানে এগিয়ে যান যা অনভিজ্ঞ সিমোন আর ফিরতে পারেননি। পরবর্তীতে ৬-৩ ব্যবধানে সেট শেষ করে ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে পা রাখেন। ম্যাচের কিছু পরিসংখ্যানঃ ফেদেরার এইস মেরেছেন ১১টি অপরদিকে প্রতিপক্ষ সিমোন মেরেছেন ৯টি। ফেদেরার ডাবল ফল্ট করেছেন ১বার, সিমোন করেছেন ৫বার। আনফোর্সড এরর ফেদেরার ৫৩টা, সিমোন ৪০টি।

ব্রেক পয়েন্ট ১৮টির মধ্যে ৮টি জিতেছেন ফেদেরার, সিমোন ৯টির মধ্যে ৫টি। ফেদেরারের উইনার ৫১টি, অপরদিকে সিমোনের ৪৪টি। ফেদেরারের সার্ভের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ২০৮ কিমি, সিমোনের সার্ভের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ২০০ কিমি। আশা করি পরর্বতী রাউন্ডে ফেদেরার আরও সহজে জিতে ফইনালের দিকে এগিয়ে যাবেন। প্রায় বিশদিন পর বাসায় নেট কানেকশন চালু করলাম।

এখনো কমেন্ট ব্যান আছি কিন্তু সবুজ বাতি জ্বলছে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.