আমাদের কথা খুঁজে নিন

   

ফেদেরারের পর নাদালও শিকার নিকোলাই দাভিদেঙ্কোর



বিশ্বের ১ নম্বর হিরো বনে গেছেন নিকোলাই দাভিদেঙ্কো। কাতার ওপেনের সেমি-ফাইনালে হারিয়েছিলেন শীর্ষ বাছাই রজার ফেদেরারকে, আর পিছিয়ে পড়েও টানা দুই সেট জিতে শিরোপা জিতলেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালকে হারিয়ে। দোহার হার্ডকোর্টে 'পাইরেট' নাদাল প্রথম সেটে দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে, ০-৬ সেটের হার দিয়ে শুরুর পর ফাইনালটা দুঃস্বপ্নের মতোই মনে হচ্ছিল দাভিদেঙ্কোর। কিন্তু পরবর্তী সেটেই জেগে উঠলেন 'আয়রন ম্যান'। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে খেলা টেনে নিলেন তৃতীয় ও শেষ সেটে।

এক ঘণ্টা ৪৩ মিনিট লড়াই চালিয়ে ৬-৪ গেমে শেষ সেট জিতে ক্যারিয়ারের ২০তম শিরোপা জিতলেন দাভিদেঙ্কো। এ নিয়ে ৯ বার নাদালের মুখোমুখি হয়ে পাঁচবারই বিজয়ীর হাসি নিয়ে কোর্ট ছেড়েছেন রুশ তারকা। অথচ প্রথম সেটে বিধ্বস্ত হওয়ার পর জয়ের কোনো আশাই ছিল না তার মনে, 'প্রথম সেটটা ৬-০-তে হারার পর মনে হলো, আমার জেতার কোনো সুযোগই নেই। সে একজন চ্যাম্পিয়ন এবং প্রতিটা পয়েন্টের জন্য আমাকে লড়তে হচ্ছিল। তবে সময় যত গড়াচ্ছিল, রাফা (নাদাল) তার মনোযোগ হারাচ্ছিল এবং অনেক বেশি ভুল করছিল।

' ম্যাচ শেষে হেরেও আক্ষেপ নেই প্রতিপক্ষের কণ্ঠে, 'আমার কোনো আফসোস নেই, কারণ, আমি হেরেছি এক সেরা খেলোয়াড়ের কাছে। ' ---------------- কালেরকন্ঠ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.