আমাদের কথা খুঁজে নিন

   

নেতাদের হালচাল

নেতাদের হালচাল ডামাঢোলে ডঙকা, ফাকা বুলি হাকডাক চেনে শুধু তনকা। যদি পড়ে অজগায়ে কঠিন কহর, তামাশা দেখিতে আসে ফেলিয়া শহর। সংগে লয়ে সরকারি গাড়ীর বহর, পার্কিং হবে কোথা নাহিকো ঠাহর। চামচেরা চাদা চেয়ে করে তোলপাড়, বরমালা দিতে হবে নেতা যে উদার। দেশ সেবার এহি চল, এহি গরবর, নেতা ত্রাণ দিবে কি, তারি লাগে বর। ত্রাণের আশায় নিকুচি, বুক কাপে থর, যা আছে তা থাকে কিনা এহি বড় ডর। কার মনে কি যে ব্যথা, কে আছে কাতর, কে শুনিবে সেই কথা, কে রাখে খবর? শুনিতে সে আসে নাই, বলে গরগর, খান দশেক ভাষন আর বুলি বিস্তর, হয়ে আসে নেতাজীর ফিরিবার তর। দেশের সেবার নামে নানা বায়নাক্কা, নিজের ব্যাপার হলে মারে ছয় ছক্কা। তাই বলি যদি দেখ নেতা নামের আগাছাটা, আর দেখো চামচের নেতাদের পা চাটা, খুলে তার কাছাটা, লাথি মেরে লাল করো পাছাটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.