আমাদের কথা খুঁজে নিন

   

নেতাদের মুক্তি

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি

কি লাভ হলো দূর্নিতীবাজ নেতাদের গ্রেপ্তার করে,একে একে সবাইকে ছেড়ে দেয়া হল । এই প্রহসনের নাটক দ্বারা মানুষ কি শিখল। দূর্নীতি করেও এই দেশে অতীতের মত পার পাওয়া যায়, তা যে সরকারই আসুক না কেন। আমরা বোকা সাধারন মানুষরা অনেক অসুবিধা মেনে নিয়ে হলেও ভেবেছি যাক এতদিনে দেশটাকে নোংরা মুক্ত করা হচ্ছে। আর আমাদের মত ঢিলা জাতিকে টাইট না দিলে আমরা কখনই এগিয়ে যাব না।

স্বপ্ন দেখা শুরু করেছিলাম আমাদের দেশ একদিন মালয়শিয়ার মত হয়ে যাবে। মাথা নীচু করে নয় উচু করে বিদেশীদের কাছে পরিচয় দিতে পারব আমি বাংলাদেশী। অনেকেই শুনেছি নিজেদের ইন্ডিয়ান বলে পরিচয় দেয়। খুব খারাপ লাগে। সুযোগ থাকা সত্বেও বিদেশ যাই না ।

মনে হয় এই আকাশ, তারা, ঘাস, নদী, রিকশা, পত্রিকা, অলস দুপুর, বৃষ্টির রাত, শরৎ, সাদা মেঘ,বৃষ্টি ভেজা দোলনচাপা, বেলী সব আমার আপন। কোথায় পাব এদের। বিদেশের কোন কিছুইতো এমন আপণ না। বিদেশে থাকব মেহমানের মত। কোন স্বাধীনতা নাই।

দেখা যাক, বেকারত্ব, মানসিক, অর্থনৈতিক সমসসার সাথে যুদ্ব করে কত দিন টিকে থাকা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.