আমাদের কথা খুঁজে নিন

   

অপরাজিত

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। ওহে বন্ধু, জীবনে পরাজিত হোতে নারি। কিন্তু কীভাবে জীবনে পরাজিত না হোয়ে থাকা যায়? দুটু উপায় আছে। যা আজ আমি তোমাদের দুটু শিক্ষামূলক, বাস্তব ঘটনার মাধ্যমে শেখাব। ঘটনা ১: আমি তখন বছর পাঁচের গ্যাদা মাত্র।

আব্বাজানের ১ কলিগ এসচে বাসায়। আমার সাথে দাবা খেলতে বোসে পড়ে সে এবং মিনিট পাঁচেকের মাথায় চেকমেইট কোরে দিয়ে বলে- 'খেলা শ্যাষ। তুমি হারছ'। আমি বোলি- 'হারলাম কেমতে'? সে: 'তোমার আর চাইল নাইকা'। আমি: 'কই আমার ত সব কডি রইছে।

যেদিগে চাই হেদিগেই ত দেহি চাইল'। সে: 'যেই চাইলই দেও রাজা কাটা যায়। এল্লাইগ্যা হারছ'। আমি: 'কাটেন রাজা!' বোলেই রাজা চাললাম। সে আমার রাজা কেটে দিল আর বোলল- 'খেলা শ্যাষ!' আমি বোললাম- 'ক্যা? আমার ত নৌকা হাতি ঘোড়া মন্ত্রী বেবাক রইছে।

ঐগুলা চালুম! হারুম ক্যা!' সে হাত দিয়ে তড়াক কোরে বাড়ি মেরে সব গুটি ফেলে দিয়ে চলে গেল। শিক্ষা: অপরাজিত থাকার উপায় নং ১- কভু পরাজয় স্বীকার কোর না। ঘটনা ২: অনলাইনে কার্ড খেলতে ১টা সাইটে ঢুকি ১দিন। প্রতিপক্ষে ১ ব্যাটা খেলতে নাবে, যার নামের পাশে দেখি কয়েকটা স্টার দেয়া। খেলা শুরুর আগে সাইটের পক্ষ থেকে বার বার আমায় নোটিফিকেশান দেখাতে থাকে- 'দিছ প্লেয়ার ইজ এন আইডল & চ্যাম্প ইন দিছ গেইম ফর মেনি ইয়ার্ছ।

ডু য়্যু স্টিল ওয়ান্ট টু প্লে এগেইনস্ট হিম?' ভাবি- হারাদিন ত মোবাইলে স্পেইডসই খেলি আর মোবাইলরে হারাইও, অয় কী এমুন খেলে দেহি না ক্যা! শুরু করি খেলা। টানা ৩রাউন্ড ব্যাটা গোহারা হারে। আর তারপরই ব্যাটা যা করে, তাতেই ক্লিয়ার হোয়ে যায় তার আইডল হওয়ার রহস্য। বলা নেই কওয়া নেই ফুরুত্‍ কোরে সে হাওয়া! লগড আউট! শিক্ষা: অপরাজিত থাকার উপায় নং ২- পরাজয়ের লক্ষণ দেখলেই ময়দান ছেড়ে পলাও। তো বন্ধু! অপরাজিত হোতে তোমার আর বাধা কোতায়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.