আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকেই খুঁজে পাবার প্রয়াস

কাল্পনিকতা নাকি কিছু স্বপ্নের প্লাবন আমার কিছু চাওয়া ছিল, এই একাকীত্বের মাঝে নিজেকে আরও বেশি একা করে ফেলা। কোলাহল থেকে একটু দূরে চলে যাওয়া। আমার হাতে একদমই সময় নেই ,যতটুকু আছে তা খুবই অল্প। তাই যেন, মন চাইলেই রেললাইন ধরে হেঁটে চলে যেতে পারি, যতদূর গেলে নিজেকে একা মনে হয়। গভীর রাতের বৃষ্টির মাঝে, হিমেল বাতাসের মাঝে জানালা খুলে তাকিয়ে থাকতে পারি মনের ভালোবাসা নিয়ে। পড়ন্ত সন্ধ্যায় জনশূন্য রাস্তায় , এলোমেলো ভাবে হেঁটে বেড়ানো কিম্বা বৃষ্টির মাঝে লুকিয়ে রাখা চিরকুট টিকে আগলে রাখার জন্য, ভেজা শরীরের মিথ্যা প্রয়াস। একা থাকার আনন্দ , নিজের মাঝেই খুঁজে পেতে চায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.