আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকেই ছাড়িয়ে গেলেন বোল্ট



নিজেকে আরো ছাড়িয়ে গেলেন জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্ট। বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। তার সময় লেগেছে ১৯ দশমিক ১৯ সেকেন্ড। গত বছর বেইজিং অলিম্পিকে এই ইভেন্টে জ্যামাইকার এই স্প্রিন্টার ১৯ দশমিক ৩০ সেকেন্ডে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন। এবার তার থেকে আরো শূন্য দশমিক ১১ সেকেন্ড সময় কম লাগল।

চিতাবাঘের মতো ক্ষিপ্রতা এবং বিদ্যুৎ গতিতে তার চলন। বোল্ট প্রথম স্প্রিন্টার যিনি বিশ্ব অ্যাথলেটিকস এবং অলিম্পিকে এক সাথে দুটোতেই ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়েছেন। তার প্রতিদ্বন্দ্বীরা ধারে কাছেও ঘেঁষতে পারেননি। উসাই বোল্ট সবাইকে হার মানিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন স্প্রিন্টে তিনি এক ও অদ্বিতীয়।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তিনি মহারাজার আসনে আবার অধিষ্ঠিত হয়েছেন। সেরা স্প্রিন্টার হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বার্লিনে তাকে মনে রাখবেন ক্রীড়াবিদ থেকে শুরু করে সেখানকার দর্শকরা। তারা দেখল স্প্রিন্টের নতুন রাজাকে। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন পানামার অ্যালেনসো এডওয়ার্ড।

তার সময় লেগেছে ১৯ দশমিক ৮১ সেকেন্ড। আর যুক্তরাষ্ট্রের ওয়ালেস স্পিয়ারম্যান ১৯ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন। প্রথম থেকে দ্বিতীয়ের সময়ের পার্থক্য শূন্য দশমিক ৬২ সেকেন্ড। এতেই স্পষ্ট হয়ে যায় বোল্টের সাথে অন্যদের পার্থক্য। সময় ও ঝড়ো বাতাসকে তিনি হার মানিয়েছেন।

এই ভেনুতে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জেসি ওয়ান্স ১৯৩৬ সালের অলিম্পিকে চারটি স্বর্ণ জিতেছিলেন। তার মধ্যে তিনটি ছিল স্প্রিন্টে। বোল্ট দু’টি জয় করে ফেললেন। নতুন ইতিহাস রচনা করলেন বার্লিনে। সূত্র ঃ নয়াদিগন্ত


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.