আমাদের কথা খুঁজে নিন

   

যে প্রশ্ন করে ব্লক হতে হল

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই আমার ব্লগজীবনে খুব কম মানুষই আমাকে ব্লক করেছে। কারণ আমি সবসময় যথাসম্ভব নমনীয়ভাবে আমার মতামত/যুক্তি তুলে ধরার চেস্টা করি। আজকেও শাপলা চত্তরের ঘটনা নিয়ে বিভিন্ন ব্লগে কিছু মন্তব্য করছিলাম। এখন দেখি সেই ব্লগে আমাকে ব্লক করা হয়েছে। মন্তব্যে কিছু প্রশ্ন ছিল এ'রকম: লাশের সংখ্যা নিয়ে এবং গুম করা নিয়ে যারা বিভিন্ন কথা বলছে তাদের কাছে প্রশ্ন: রাতের অন্ধকারে রাস্ট্রীয় বাহিনী কর্তৃক হাজার হাজার নিরস্র ভিন্নমতাবলম্বী নাগরিকের উপর আক্রমনে ২৫০০ না, ২৫ না যদি ১ জনও নিহত হয়ে থাকে তাহলেও কি তার দ্বায় থেকে সরকার রক্ষা পাবে? আমরা যারা নিজেদের বিবেকবান, মুক্তচিন্তার মানুষ বলে পরিচয় দেই - আমরা কি এইধরনের রাস্ট্রীয় হত্যাকান্ড কোন যুক্তিতে সমর্থন করতে পারি? যারা হেফাজতের তান্ডব নিয়ে কথা বলছেন তাদের কাছে প্রশ্ন: যদি তর্কের খাতিরে ধরে নেই হেফাজতিরা ব্যাপক তান্ডব চালিয়েছে, কোরআন পুড়িয়েছে . . তাহলেও কি রাস্ট্রীয় বাহিনীর পক্ষে রাতের অন্ধকারে তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা বৈধ হতে পারে? পুলিষের কাজতো তান্ডব বন্ধ করা - যখন তান্ডব চলছিল তখন পুলিশ কী করেছে? রাত ২-৩টার সময় শাপলাচত্তরেতো কোন তান্ডব চলছিল না।

সেখানে কেন নির্বিচারে গুলি চালান হল? নানা অযুহাতে এই আক্রমন সমর্থনকারী সবার কাছে প্রশ্ন: যদি গনহত্যার উদ্যেশ্ব নাই থাকবে, যদি হেফাজতিরা ভয়েই পালিয়ে যাবে তাহলে - ১. রাত ২-৩ টার সময় ২. বিদ্যুত সরবরাহ বন্ধ করে ৩. সকল মিডিয়াকর্মী সরিয়ে দিয়ে ৪. ১০ হাজার সশস্র বাহিনী নিয়ে ৫. হাজার হাজার নিরস্র মানুষের বিরুদ্ধে অভিযান চালাতে হল কেন? দিনের আলোয় সকল মিডিয়ার সামনে অভিযান চালালে কী ক্ষতি ছিল? আসল সত্যটা আমরা সবাই জানি। কিন্তু বিভিন্ন ইগো বা দলপ্রিতী বা দলবিদ্বেষের কারনে সেটা বলতে পারি না। তবে আল্লাহ মানুষের অন্তর পর্যন্ত সবই জানেন। কাজেই নিজের বিবেকের সাথে হিপোক্রেসী করে, নানা অযুহাতে এই নৃশংসতাকে আড়াল করার চেস্টা যারা করছি তাদের সবাইকে একদিন এর জন্য বিচারে কাঠগড়ায় দাড়াতে হবে। সুতরাং সময় থাকতে সাবধান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.