আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের মনিহার +২০

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... কোন এক বসন্তের প্রথম সকালে, যখন ভেজা বাতাস ছুয়ে যেতো জঙ্ঘাদেশ। আমি সে দিন আকড়ে ধরতে চেয়েছিলুম কিন্তু পারি নি, বাসন্তী উদ্দামতা আমায় নেয় নি .. কোন এক কুয়াশা ঢাকা শীতের সন্ধ্যায় যখন ক্লেশ বিদ্ধ এক পথিক আলিঙ্গন করেছিলুম তোমায়, চুম্বনের জ্বলন্ত আহ্বানকে ফিরিয়ে দিয়েছিলে আমার আমি সে দিন ও মুখ ফিরিয়ে নেই নি প্রিয়তমে। ওই নরম মুখের দিকে তাকিয়ে কোন দিন পারিনি পারিনি বলে দিতে আমি এক অবসন্ন পথিক, গন্তব্যহীন। সময়ের স্রোতে বর্ষা এলো, গৃষ্মের দাবদাহে ক্লান্ত দেহে যখন গৃহস্ত পথিক ফিরতে চায় কোন আপন আশ্রয়ে তখন তুমি ছিলে না সেথায়, সেই মানবের ইন্দ্রলোকে। আমি ফিরে গিয়েছিলুম, হয়তো তুমি আসবে বলে। হাড় জুড়োনো জুলেখার মতো আকঁড়ে ধরবো । হয়তো তোমায় অথবা কোন এক মাংস পিন্ডকে। যে কোনদিন আমায় চায় নি, জীবনের হাল খাতায় হয়তো তুমি ছিলে একটু বেশিই পাওয়া আমার অচেনা মনিহার...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।