আমাদের কথা খুঁজে নিন

   

এ সময়ের কি নাম দেব আমি

সত্যিকার প্রেম সবকিছুর উপরে।...প্রিয় মানুষের প্রেমের জন্য আকুল হওয়ার পরও নিজেকে যোগ্যতা বা ক্ষমতার ক্ষেত্রে আত্মপ্রশ্নে যাচাইয়ের মধ্যে রেখেছেন তিনি। তাইতো দিনের শেষে আবারো দ্বারস্ত হই শাহ্ সবকিছু ইদানিং কেমন যেন হুটহাট করেই হচ্ছে। নিজের জীবনের স্থবিরতা দিয়ে পাল্লা দিতে পারি না সব সময়। আজ সারাটা দিন, এমন ভাবনাও আসেনি মনে; ঠিক সন্ধ্যা নামার আগেও। হঠাৎ করেই সন্ধ্যা আর কুয়াশার সাথেই যেন ঝাপসা হয়ে গেল মনটা, সাথে বোকা চোখ দু’টোও। প্রতি মিলি সেকেন্ড যেন এক-একটা স্মৃতি টেনে টেনে নামাচ্ছিল অসীম ভান্ডার থেকে; ২০ বছর আগের কৈশোর যেন এক লাফেই সামনের রাস্তায় নেমে আসতে চাইছিল। শতচেষ্টাতেও বুক ধরানো যাচ্ছিল না। জানি এ তেমন কোন চলে যাওয়া নয়; জীবনের টানেই সরে যাওয়া। তারপরও এতদিন মনে হতো তুই আছিস; তুই আসবি-যাবি-আবার আসবি...... আজ মনে হচ্ছে, তুই....... আজ সন্ধ্যায় যে পাতাগুলো ঝরে পড়েছিল আমার ঠিক সামনের রাস্তায় বাইকের চাকায় পিষ্ট হতে গিয়ে মচ-মচে ধ্বনিতে তারা কি আমার-ই কান্নাকে আড়াল করতে চেয়েছিল অস্ফুট আলোর ব্যঞ্জনাতে ভরে গেছিলো আবহটুকু কতশত দিন-রাত-মুহুর্ত- অপেক্ষাতে অমলিন আমি কি দাম দেব তার... সেই যে উঁচু পুলের কার্নিশ এখানে আজও জ্যোৎস্না ফুটে আছে আমাদের গানের সুরেরা এখনো ভাসছে এখানে শুনতে পাবি তুইও; আবার যদি কান পাতিস ওখানে; সমস্ত ক্ষুধা-তৃষ্ণা ভূলে কই সেদিনতো কোনো প্রেমিকারাও ছিলনা আমাদের


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।