আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের ডাক



এসহে নবীন শিশুদের দল-; ঠেলিয়া ঠেলিয়া আজ ধরাইতে হবে চির- এযে বিবেধের মহা প্রাচীর- রচিয়াছে যারে লালসার মায়াজাল। আমি, তুমি, আর আমাদের অনাগত- যাহারা রয়েছে আগামীর পানে র'ত সৌর মানব ভেলিতে। আছে যত জড়া, ক্ষুধা দারিদ্র, ঘৃণা, দ্ব্যাষ, বিষাদ ভরা আমাদেই হবে ঠেলিতে। যারা বলেছিল আমাদেই তরে পৃথিবীকে যাবে বস্যতী করে তারাত গিয়াছে চলি আজ হাইড্রোজেন বোমার ভিতরে তাহারা হারায়ে বিদ্যেষ আধারে বইয়ের পাতায় রহিয়াছে শুধু বুলি। সাম্যের গান গেয়েছিল যারা আমাদের পুব-পুরুষ বুঝেনি তাহার সাম্য হারায়ে দূর কত গেল কুরুশ। আমাদে ঘাড়ে পড়েছে স্বভারে অসম অহংকার কাম্য যা ছিল, বাজেনা তাহাদের ডংকা মানবতার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।