আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের তরী

শাদা পরচুল অন্ধকার .............নি:শব্দ রাত্রির বুকে, ................যে দেয় একে- ........প্রাণের চিহ্ণটুকু, মুখে দেয় ভাষা ; ............কথার নতুন উচ্ছলতা, নতুন আশা । ...................নব গানের সুর, ..................যে ছড়ায় বহুদূর ...............তার তরে মোর বেয়ে যাওয়া, ..................আশার পালে ছাওয়া .......................সময়ের তরী ..................জনম জন্মান্তর নিরবধি । ...........জানা নেই সে কি করে ..............যাবে ওই পারে ? ..................ডিঙিয়ে গিরিধার ..............যাবার সাধ্য কী আছে তার ? ..........জানি না আমরা, জানে মহাকাল- ..........কবে শেষ হবে, বিষণ্ন আকাল ! .............তবু স্বপ্নগুলো যত .................মেলে দল অবিরত ; ..............চেয়ে থাকে সমুখ পানে ! .............মুগ্ধ নয়নে করে আশীর্বাদ ; ............শেষ হোক জগতের সব অবসাদ । ............তুমি এগিয়ে যাও বাধা পেরিয়ে, ................নতুন করে আলো ছড়িয়ে । ..........একদিন প্রভাত হয়ত আসবে, ...............সব অন্ধকার হয়তবা দূর হবে ।

কবিতা টা কাউকে উৎসর্গ করব না । কারণ টা নিচে- ............................ আমি খুব সাধারণ, সরল যাপিত জীবনের একজন মানুষ । যত অগুরুত্বপূর্ণ ব্যাক্তি হই না কেন, আমিও মানুষ । বেচে থাকতে চাই বন্ধুদের মাঝে, পরিবারের সবাইকে নিয়ে, হাসি কান্নায় । কোন এক নির্মল সকালে হাসিমুখে ঘর থেকে বের হয়ে ফিরে আসতে চাই না বাসের চাকার তলে পিস্ট হয়ে ।

খন্ড বিখন্ড দেহ নিয়ে হতে চাই না পত্রিকার পাতার ছোট্ট রিপোর্ট । চাই না আমার মৃত্যুর পরে সংবাদ হোক- মেধাবী (তথাকথিত) ছাত্রের মৃত্যু । আমি চাই না আমার মৃত্যুতে শোক পালন করুক বন্ধুরা, চাই না কেউ আমায় মনে রাখুক অপঘাতে মৃত একজন মানুষ হিসেবে । আমি ভাবতেও চাই না কালকের সকাল আমার বাবা মার জন্য আনবে শোকের বোঝা, দু:খের অটল গিরিধার । আমার বাচতে ইচ্ছে করে ।

আমি বাচতে চাই খুব ছোট্ট অথচ পূর্ণ জীবন নিয়ে । আশা করি আমার এ স্বপ্ন কেড়ে নেবে না সড়কপথ । আমার মাকে সন্তান হারা করবে না যোগাযোগ এবং নৌমন্ত্রীর ভাড়া করা খুনিরা । আমি এখনো স্বপ্ন দেখে যাচ্ছি, সব দু:স্বপ্ন শেষ হবে । ঠিক কবিতার মতন সুন্দর হবে সবকিছু ।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।