আমাদের কথা খুঁজে নিন

   

উপহাস

........................... তোমার ভালবাসাটাকেই বোঝা হলো না আমার। যখনি দু’হাত বাড়িয়েছি, কপট বিরক্তি নিয়ে তাকিয়েছ, ‘এসব কি!’ বলে উপহাস করেছ, আমি হতাশায় হাত সরিয়ে নেইনি; বুঝেছি এ হাত তুমি ধরবেই। ... তোমার ভালবাসাটাকেই বোঝা হলো না আমার...। মনে পড়ে কি সেই সময়গুলো? চোখের ভাষায় কথা হয়ে যেত, আমার কাঁধে মাথা রেখে অশ্রুসজল চোখে বলতে, ‘এ কি ভুল?’ আমি জানতাম, এটা ভুল নয়, এটাই জীবন। আমি জানতাম, এইটুকু পাপ পূণ্যসম।

... তোমার ভালবাসাটাকেই চেনা হলো না আমার...। তোমার একান্ত গভীরে গিয়ে দেখেছি, সেখানেও শুধুই আমি। শিহরিত হয়েছি, আনন্দাশ্রু ঝরিয়েছি। সেই তুমিই বাঁধন ছিঁড়ে বলে গেলে, ‘এটাই বিসর্জন’। অবশেষে আমি জেনেছি, কেউ কেউ ভালবেসে কাছে আসে, কেউ কেউ চোখে চোখ রাখে, আর কেউ আছে, ভালবাসতেই দূরে সরে যায়; ফিরিয়ে নেয় চোখ।

... অধরা, তুমি অধরাই র’য়ে যাও... । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।