আমাদের কথা খুঁজে নিন

   

উপহাস

বেঁচে থাকি, আরও সুন্দরভাবে বাঁচার আশায়..

উপহাস বহু যতনে তিল তিল করে গড়া- অপরূপ ভাস্বর এক প্রতিমা, প্রস্ফুটিত হয়ে যখন প্রায় উজ্জীবিত- উদ্ধত তার যৌবনের মহিমা। তখন প্রলয়ের মত অনাকাঙ্খিত- নিয়তির দৃপ্ত হসতক্ষেপে, শিল্পীর সমসত স্বপ্নকে করে উপেক্ষা- ধ্বংস করে সব দোর্দন্ড প্রতাপে। হয়ত: নিয়তি এভাবেই রচিত, কিংবা শিল্পীর কোন নিদারুন ভুল, যা এক প্রচন্ড নিষ্ঠুরতায়- আঘাতে করে ধ্বংসলীলা বিপুল। প্রতিমাকে ঘিরে আবর্তিত- সব স্বপ্ন- সব ইচ্ছা- সব চেতনা এক নিমেষের লহমায় তছনছ- সঙ্গী শুধু নিদারুন যাতনা। বিশাল সমুদ্রের কোলে একাকী- অসহায় কোন নাবিকের মত, সিদ্ধানতহীনতা আর সংশয়ে- শিল্পীর মনও আন্দোলিত অবিরত। হয়ত: সুদীর্ঘ প্রত্যাশায়- চরম প্রাপ্তির পরম উতকন্ঠার পর, স্বপ্নভঙ্গের নির্মম চাবুক- বয়ে আনে অতৃপ্ততার ঝড়। নিজেকে ভীষণ অবাঞ্চিত লাগে- স্বপ্নহীন নির্মম বাসতবতায়- ভেঙে যাওয়া প্রতিমার দেহাবশেষ সেখানে উপহাসের প্রতীক হয়ে দাঁড়ায়॥ চারণ কবি ১১ই আশ্বিন, ১৪০৪ বাং ২৬শে সেপ্টেম্বর, ১৯৯৭ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।